অবকাঠামো ও জ্বালানি খাতে ইরানের উদ্যোক্তাদের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

1228

Published on ফেব্রুয়ারি 2, 2014
  • Details Image


আজ সকালে ইরানের বিদায়ী রাষ্ট্রদূত হোসেইন আমানিয়াঁ তৌসি প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাতকালে শেখ হাসিনা এ আহ্বান জানান।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের একথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে আরো অধিক পরিমাণে সিরামিক, ওষুধ, পোশাক, হিমায়িত খাদ্য ও পাটজাত পণ্য আমদানির জন্য ইরানের সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন।
পারস্পরিক ইতিহাস ও সংস্কৃতি এবং অভিন্ন বিশ্বাসের ভিত্তিতে বাংলাদেশ ও ইরানের মধ্যকার দৃঢ় বন্ধন আগামীতে আরো জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী
তিনি রাষ্ট্রদূতের মাধ্যমে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়োদ আলী খামেনী ও প্রেসিডেন্ট হাসান রুহানীকে তাঁর উষ্ণ অভিনন্দন জানান।
শেখ হাসিনা পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় ইরানের প্রেসিডেন্টের অভিনন্দন সম্বলিত এক পত্র প্রধানমন্ত্রীকে হস্তান্তর করেন রাষ্ট্রদূত।
রাষ্ট্রদূত তার বাংলাদেশে অবস্থানকালে তাঁর সরকারের আন্তরিক সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
এ্যাম্বাসেডর এ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শেখ ওয়াহিদ উজ জামান ও প্রেস সচিব আবুল কালাম আজাদ এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত