চারুকলা অনুষদে শুরু হয়েছে বঙ্গবন্ধু শিল্পকর্ম প্রদর্শনী

747

Published on আগস্ট 28, 2022
  • Details Image

জাতীয় শোক দিবস পালন পরিষদ বঙ্গবন্ধুকে নিয়ে শিল্পকর্ম প্রদর্শনীর আয়োজন করেছে। ২৬ আগস্ট ‘বঙ্গবন্ধু শিল্পকর্ম প্রদর্শনী-২০২২’ এর উদ্বোধন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে।

আয়োজনটির উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান। প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শিল্পী অধ্যাপক জামাল আহমেদ। 

অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান বলেন, ‘বঙ্গবন্ধুর চর্চা বাড়ালে অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধসম্পন্ন এক সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন-দর্শন নতুন প্রজন্ম ও যুবসমাজের কাছে পৌঁছে দেওয়ার এক অনন্য  মাধ্যম হলো চিত্রশিল্প।’ 

জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শ ও দর্শনকে লালন করতে হবে। বাংলাদেশকে নিয়ে যে স্বপ্ন তিনি দেখেছেন তা বাস্তবায়নের জন্য তরুণ ও যুব সমাজকে সবসময় প্রস্তুত থাকতে হবে।’

বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সঞ্জিত চন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

শিল্পীর চোখে বঙ্গবন্ধুর বিভিন্ন মুহূর্তের ১১৮টি ছবি প্রদর্শিত হচ্ছে আয়োজনে। প্রদর্শনীতে চারুকলা অনুষদের শিক্ষক, শিক্ষার্থী ছাড়াও দেশের বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের  শিক্ষক  ও শিক্ষার্থীদের শিল্পকর্ম স্থান পেয়েছে। এছাড়াও বঙ্গবন্ধু শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশুদের ছবি প্রদর্শিত হচ্ছে এই প্রদর্শনীতে। আয়োজনটি চলবে ২ সেপ্টেম্বর পর্যন্ত। 
 
এই প্রদর্শনীর আহবায়ক চারুকলা ছাত্রলীগের সভাপতি সৈকত চৌধুরী এবং সদস্য সচিব সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন সুজন। 

উল্লেখ্য, ‘বঙ্গবন্ধু শিল্পকর্ম প্রদর্শনী’ ১৯৯০ সাল থেকে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় ও চারুকলা অনুষদ ছাত্রলীগের সহযোগিতায় আয়োজিত হয়ে আসছে।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত