কক্সবাজার উখিয়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

492

Published on জুলাই 29, 2022
  • Details Image

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুল উল আলম হানিফ এমপি বিএনপি মিথ্যার রাজনীতি করে যাচ্ছে উল্লেখ করে বলেছেন যারা দেশকে রসাতলে নিতে চাই তারাই শ্রীলংকার স্বপ্ন দেখে।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল আত্মমর্যাদাশীল একটি দেশ। একাত্তরের পরাজিত শত্রুরাই বঙ্গবন্ধুকে হত্যা করেছে। জিয়াউর রহমমানও এই ষড়যন্ত্রের মধ্যে ছিলেন।

হানিফ আরো বলেন, স্বাধীনতার ঘোষণা নিয়ে অনেকে অনেক সময় বিতর্ক করার চেষ্টা করেছে। বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠকারি হিসেবে জিয়াউর রহমান ছিলেন চতুর্থ নম্বর।

২৬ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছিলেন এম এ হান্নান। জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতা দখল করে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী সকল কমর্কান্ড করে গেছেন। সাড়ে ১১ হাজার রাজাকার-আলবদর কে পূর্ণবাসন করেছিল।

গত বৃহস্পতিবার (২৮ জুলাই) সকালে উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে উখিয়া আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ সব কথা বলেন।

মাহবুল উল আলম হানিফ বলেন, জামায়াতে ইসলামী ১৯৭১ সালে রাজাকার ছিল, এরা এখনো রাজাকার আছেন। রাজাকার আল বদর জামায়াতে ইসলামীকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন বিএনপি।শেখ হাসিনার সাহসী নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের শিখরে আরোহন করছে। তিনি দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করেছেন। আমাদের দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। দেশে খাদ্যের কোন অভাব নেই।বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ ক্রমেই উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। শত বাধার মুখেও পদ্না সেতু হয়ে গেছে। দেশের উন্নয়ন বিএনপি দেখতে পান না। স্বাধীনতার পক্ষের শক্তি আওয়ামী লীগ আজ ক্ষমতায়।দলকে শক্তিশালী করতে সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে নেতাকর্মীদের আহবান জানিয়েছেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বলেছেন, বর্তমান সরকারের ব্যাপক উন্নয়নকাজ সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে।এ জন্য দলকে শক্তিশালী করতে হবে। তাই সব ভেদাভেদ ভুলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আদর্শে বলীয়ান একটি সংগঠন। বিভিন্ন চড়াই-উতরাই পার করে আওয়ামী লীগ দেশের মানুষের পাশে থেকেছে। বিভিন্ন সময় ষড়যন্ত্র করেও আওয়ামী লীগকে দমানো যায়নি, যাবে না।

সম্মেলনে সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক ও হুইফ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান, কক্সবাজার জেলা সাংগঠনিক টিমের প্রধান শাহ আলম চৌধুরী রাজা, সাংসদ সাইমুম সারওয়ার কমল এমপি, আশেক উল্লাহ রফিক এমপি, সাবেক সাংসদ আব্দুর রহমান বদি।

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন রঞ্জিত দাশ, ইউনুস বাঙালী, মাহবুব আলম মাহবু, যুবলীগ সভাপতি মুজিবুল হক আজাদ প্রমুখ।

সম্মেলনটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।

সম্মেলন শেষে কাউন্সিল অধিবেশনে চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী সভাপতি, মাহবুবুল আলম মাহবুব কে সহ সভাপতি ও চেয়ারম্যান নুরুল হুদা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

 

 

Live TV

আপনার জন্য প্রস্তাবিত