বঙ্গবন্ধুর সবুজ বাংলায় পরিণত করা হবে বাংলাদেশকে

793

Published on আগস্ট 16, 2021
  • Details Image

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে সবুজ বাংলায় পরিণত করতে দেশজুড়ে বৃক্ষরোপণ শুরু করেছিলেন।

তিনি বলেন, কিন্তু স্বাধীনতা বিরোধী কুচক্রীদের ষড়যন্ত্রে তিনি সপরিবারে শাহাদত বরণ করায় তা সম্ভব হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশের পরিবেশের সার্বিক উন্নয়নে পর্যাপ্ত পরিমাণে বৃক্ষরোপণসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। 

মন্ত্রী আরো বলেন, দল মত নির্বিশেষে সকলের সহযোগিতায় দেশকে দ্রুততম সময়ে সবুজে শ্যামলে ভরিয়ে দিয়ে জাতির পিতার স্বপ্নের সবুজ বাংলায় পরিণত করা হবে।

মো. শাহাব উদ্দিন আজ জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে মন্ত্রণালয়ের পক্ষ থেকে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সংঙ্গে আলাপকালে এ কথা বলেন।

এসময় পরিবেশ সচিব মো. মোস্তফা কামালসহ মন্ত্রণালয় ও তার অধীন বিভিন্ন দপ্তর ও  সংস্থার উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে পরিবেশমন্ত্রী জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্ট শহীদদের স্মরণে রাজধানীর আগারগাঁওস্থ বন ভবনে একটি  বৃক্ষের চারা রোপণ করেন। এ সময় তিনি বন অধিদপ্তরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং গভীর শ্রদ্ধায় বঙ্গবন্ধুকে স্মরণ করেন।

পরিবেশ সচিব মো. মোস্তফা কামাল ও প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীসহ মন্ত্রণালয় ও বন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত