জাতীয় শোক দিবসে রাজশাহী জেলা আওয়ামী লীগের কর্মসূচি পালন

1328

Published on আগস্ট 15, 2021
  • Details Image

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে রাজশাহী জেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালিত। কর্মসূচির মধ্যে ছিলো, সকাল সাড়ে আটটায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন, সকাল সাড়ে দশটায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, বেলা ১১টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সপরিবারে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন, বেলা সাড়ে এগারো টায় দলীয় কার্যালয়ে ১৫ই আগস্টে নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল, দুপুর ১টায় অসহায়-দুস্থ-এতিম এবং সাধারণ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। মসজিদ-মন্দির-গীর্জা এবং প্যাগোডাসহ উপাসনালয়সমূহে ১৫ই আগস্টের শহীদদের স্মরণে প্রার্থনা করা হয়।

জেলা আওয়ামী লীগ কার্যালয়ে রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আমানুল হাসান দুদু'র সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মানজাল-এর পরিচালনায় রাজশাহী জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং সকল সহযোগী ও ভাতৃপ্রতীম সংগঠন সমূহের নেতৃবৃন্দের উপস্থিতিতে আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব মোঃ আব্দুল ওয়াদুদ দারা, সহ-সভাপতি এড. ইব্রাহিম হোসেন, অধ্যক্ষ এস.এম. একরামুল হক, এ্যাড. মোঃ শরিফুল ইসলাম, মোঃ জাকিরুল ইসলাম সান্টু, যুগ্ম সাধারণ সম্পাদক ও বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. লায়েব উদ্দিন উদ্দিন লাভলু, সাংগঠনিক সম্পাদক সম্পাদক একেএম আসাদুজ্জামান আসাদ, এ্যাড.মোঃ আব্দুস সামাদ মোল্লা এবং মোঃ আলফোর রহমান সহ নেতৃবৃন্দ।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব মোঃ আব্দুল ওয়াদুদ দারা বলেন-"বঙ্গবন্ধুর পলাতক আসামী খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর এবং বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের নেপথ্যে জড়িত কুশীলবদের মদদদাতা ও বেনিফিশিয়ারীদের মুখোশ উন্মোচন করার লক্ষে দ্রুত তদন্ত কমিশন গঠনের দাবি জানান"।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত