রেশনিং সিস্টেম আদলে অসহায়-দুস্থদের মাঝে বিনামূল্যে খাদ্য বিতরণ করবে যুবলীগ

1351

Published on জুলাই 8, 2021
  • Details Image

রেশনিং সিস্টেমের আদলে অসহায়-দুস্থদের মাঝে বিনামূল্যে খাদ্য বিতরণ করবে যুবলীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নেতৃত্বে দেশব্যাপী করোনায় বিপর্যস্ত অসহায়-দুস্থদের মাঝে খাদ্য সহায়তার ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উদ্যোগে টিকাটুলি কামরুন্নেসা স্কুল সংলগ্ন বস্তিতে এক হাজার মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। এসময় যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল রেশনিং সিস্টেমের আদলে কাদ্য বিতরণের ঘোষণা দেন। 

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা, সাংগঠনিক সম্পাদক ড. শামীম আল সাইফুল সোহাগ, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ, আইটি সম্পাদক শামসুল আলম অনিক, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সাদ্দাম হোসেন পাভেল, উপ ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আলতাফ হোসেন, উপআন্তর্জাতিক সম্পাদক সফেদ আশফাক তুহিন,  ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, কার্যনির্বাহী সদস্য প্রফেসর ড. মো. আরশেদ আলি আশিক, মুক্তার হোসেন চৌধুরী কামাল প্রমুখ।

এ সময় যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল আরো বলেন, রাজনীতির মূল কথা মানব সেবা। শেখ ফজলে শামস পরশের নেতৃত্বে যুবলীগ সেই মহৎ কাজটিই দেশব্যাপী পরিচালনা করছে। আমরা অনতি বিলম্বে করোনায় বিপর্যস্ত অসহায়-দুস্থদেরকে খাদ্য সেবা দেবার জন্য রেশনিং সিস্টেমের আদলে আমাদের সাধ্য ও সামর্থ্য অনুযায়ী  বিনামূল্যে খাদ্যসামগ্রী বিতরণ এর প্রস্তুতি নিচ্ছি। আপনারা জানেন, যুবলীগ ইতিমধ্যে প্রায় ৬০ লক্ষাধিক মানুষকে খাদ্য সহায়তা দিয়েছে। এছাড়া ফ্রি অক্সিজেন সেবা, ফ্রি এম্বুলেন্স সেবা, ফ্রি টেলিমেডিসিন সেবা, বিনামূল্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ, করোনায় মৃতদের দাফন কর্মে যুবলীগ রয়েছে সদা সোচ্চার।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত