গাজীপুর জেলা ছাত্রলীগ নেতার উদ্যোগে মুজিববর্ষ উপলক্ষে ৫ হাজারেরও বেশি বৃক্ষরোপণ

956

Published on জুলাই 7, 2021
  • Details Image

মুজিববর্ষ উপলক্ষে ৫ হাজারেরও বেশি বৃক্ষরোপণ করেছে গাজীপুর ছাত্রলীগ নেতা সুলতান সিরাজ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকীকে কেন্দ্র করে তিনি এই বৃক্ষরোপন কর্মসূচি হাতে নেন। গাজীপুরের শ্রীপুর, কাপাসিয়া এবং গাজীপুর সদর উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসায় ও ব্যক্তিগত মালিকানাধীন খালি জায়গায় ছাত্রলীগের নেতাকর্মীদেরকে সাথে নিয়ে এই পর্যন্ত পাঁচ হাজারেরও বেশি গাছ লাগিয়েছেন তিনি।

ব্যক্তিগত পর্যায়ে এত ব্যাপক সংখ্যক বৃক্ষরোপণ কর্মসূচি সম্পর্কে সুলতান মোঃ সিরাজুল ইসলাম বলেন একটা দেশের প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য ২৫ শতাংশ বনভূমি প্রয়োজন। কিন্তু আমাদের দেশে তা প্রয়োজনের তুলনায় অনেক কম।

গাজীপুরে নগরায়নের ফলে ভারসাম্যহীন হয়ে পড়া প্রকৃতিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য মুজিববর্ষ থেকে আমরা বৃক্ষরোপণ শুরু করি। শ্রীপুর, গাজীপুর সদর ও কাপাসিয়া উপজেলার ২৫টি শিক্ষা প্রতিষ্ঠান ও ৩০ টিরও বেশি মসজিদ মাদ্রাসায় দুই হাজার বৃক্ষ বিতরণ ও তিন হাজার বৃক্ষ ছাত্রলীগের সহ যোদ্ধাদের নিয়ে গত দের বছরে রোপণ করে দিয়েছি। আমরা মোট ২৫০০০ গাছ লাগাতে চাই ২০২১ সালের মধ্যে। 

Live TV

আপনার জন্য প্রস্তাবিত