লকডাউনে সাধারণ মানুষের পাশে যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক

1042

Published on জুলাই 4, 2021
  • Details Image

চা বিক্রি করে যাদের সংসার চলে তাদের পাশে দাড়িয়েছেন যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহারুল ইসলাম। তিনি বলেছেন, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দসহ গ্রামপুলিশদের সহযোগিতায় লকডাউনে থাকা সকল বাড়িতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে । এর আগে প্রথমে ইউনিয়নব্যাপী সকল ভিক্ষুকদের মাঝে খাদ্যসামগ্রী পৌছে দিয়েছি। ইউনিয়নের সকল চায়ের দোকানদারদের মাঝেও খাবার পৌছে দেওয়ার চেষ্টা করছি।

শাহারুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বিশ্ব মানবতার মা বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনা দেশের মানুষকে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে বাইরে বের হতে অনুরোধ জানিয়েছেন। দেশের সকল শ্রেনি-পেশার মানুষদের ঐক্যবদ্ধভাবে এই মহামারি মোকাবেলা করতে হবে। চায়ের দোকানে জনসমাগম বেশি হয়। সকল চায়ের দোকান বন্ধ রাখতে পারলে করোনা সংক্রমন ঝুঁকি কমবে। সেজন্যই ইউনিয়নের সকল চায়ের দোকানদারদেরকে ত্রাণ সহায়তার আওত্তায় আনছি।

যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের খোলাডাঙ্গা বাজারসহ লকডাউনের ক্ষতিগ্রস্ত প্রায় ১০০ চায়ের দোকানদারদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন তিনি।  

৭ জুলাই বুধবার সকালে আরবপুর ইউনিয়নের মালঞ্চী বাজারে স্থাণীয় চায়ের দোকানদারদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। তিনি বলেন, “যশোর সদরের সকল ইউনিয়নের রাজনৈতিক নেতৃবৃন্দকে সাথে নিয়ে সকল চায়ের দোকানদারদের মাঝে খাবার পৌছে দেওয়ার চেষ্টা করছি। মাননীয় প্রধানমন্ত্রী বিশ্ব মানবতার মা বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনা দেশের মানুষকে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে বাইরে বের হতে অনুরোধ জানিয়েছেন। দেশের সকল শ্রেনি-পেশার মানুষদের ঐক্যবদ্ধভাবে এই মহামারি মোকাবেলা করতে হবে। চায়ের দোকানে জনসমাগম বেশি হয়। সকল চায়ের দোকান বন্ধ রাখতে পারলে করোনা সংক্রমন ঝুঁকি কমবে। সেজন্যই যশোর সদরের সকল ইউনিয়নে চায়ের দোকানদারদেরকে ত্রাণ সহায়তার আওত্তায় আনছি।” তিনি আরও বলেন, “যতদিন সরকার ঘোষিত লকডাউন থাকবে ততদিন সুস্থ থাকলে যথাসামান্য ত্রান সহায়তা বিতরণ অব্যহত রাখবো। এখনো যারা খাদ্যসামগ্রী পাইনি তাদেরকে ধারাবাহিকভাবে দেওয়া হবে।” 

এদিকে আজ ৮ জুলাই  চুড়ামনকাঠি ইউপির বিভিন্ন গ্রামের ১০০ শত সুবিধা বঞ্চিত চা বিক্রেতাদের মাঝে ৭ দিনের খাদ্য সহায়তা করেন তিনি। 

Live TV

আপনার জন্য প্রস্তাবিত