কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

899

Published on জুন 23, 2021
  • Details Image

আজ ২৩ জুন, বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৪৯ সালের এই দিনে পুরান ঢাকার রোজ গার্ডেনে এক ঐতিহাসিক প্রেক্ষাপটে সম্পূর্ণ গণতান্ত্রিকভাবে জন্ম হয় উপমহাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী এই দলটির।

বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে, গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে পৌর আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, র‍্যালি, বৃক্ষরোপণ ও কেক কাটা হয়। সভায় সভাপতিত্ব করেন কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের সভাপতি ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সদস্য সরকার মোঃ মোশারফ হোসেন জয় ও সঞ্চালনা করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিকদার জহিরুল ইসলাম জয়।

উল্লেখ্য এই যে, মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আ.ক.ম মোজাম্মেল হক এমপি ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুঃ ইকবাল হোসেন সবুজ এমপি মহোদয়ের নির্দেশক্রমে করোনা মহামারি ও লোকডাউনের কারণে দিবসটি সীমিত পরিসরে স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে কর্মসূচি পালন করেছে কালিয়াকৈর পৌর আওয়ামী লীগ।

কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের সভাপতি ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সদস্য সরকার মোঃ মোশারফ হোসেন জয় বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ আমাদের গর্ব। জন্ম নেওয়ার দুই দশক পরই আওয়ামী লীগের বড় অর্জন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জন। তাই তো ‘বঙ্গবন্ধু, আওয়ামী লীগ ও বাংলাদেশ’ এই তিনটি নাম ইতিহাসের একই সূত্রে গাঁথা। আমরা কালিয়াকৈর পৌর আওয়ামী পরিবার এক, অভিন্ন ও ঐক্যবদ্ধ।

এসময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আকবর আলী, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সেলিম আহম্মেদ আজাদ, কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, পৌর ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ, মহল্লা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ পৌর সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত