চট্টগ্রাম নগরে শিক্ষা উপমন্ত্রী নওফেলের সহায়তা পেলো ২০ হাজার পরিবার

1589

Published on মে 13, 2021
  • Details Image

চলমান লকডাউন ও ঈদ-উল-ফিতর উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম-৯(কোতোয়ালি-বাকলিয়া-চকবাজার) আসনের সংসদ সদস্য ও শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ২০ হাজার পরিবারের মাঝে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করেছেন।

১০ হাজার পরিবার-কে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ব্যক্তিগত তহবিল থেকে নিজে এবং ১০ হাজার পরিবার-কে মরহুম এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশন, বিভিন্ন সংস্থা,প্রতিষ্ঠান, ব্যক্তির মাধ্যমে এই সহায়তা প্রদান করেন।

এই সহায়তার মধ্যে রয়েছে প্রায় ২ হাজার পরিবারের মাঝে নগর অর্থ প্রদান, ৮ হাজার পরিবারে মাঝে ত্রাণ,ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ, ৫ হাজার পরিবারে মাঝে বস্ত সামগ্রী বিতরণ, আরো ৫ হাজার পরিবারের মাঝে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করা হয়েছে।

এছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগ ও আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের ৫০০ দলীয় নেতাকর্মীদের বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করা করেছেন শিক্ষা উপমন্ত্রী নওফেল।

পবিত্র রমজান মাসব্যাপী মরহুম এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিদিন ৩ হাজার করে রমজান মাসে প্রায় ৮০ হাজার মানুষের মাঝে রান্না করা ইফতার বিতরণ করা হয়েছে।

এই সহায়তা কার্যক্রম চলমান থাকবে বলে খবর নিয়ে জানান।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত