রূপগঞ্জে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

1454

Published on জানুয়ারি 5, 2021
  • Details Image

স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত নারায়ণগঞ্জ-১ ( রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, বঙ্গবন্ধু সবচেয়ে বেশি ভালোবেসেছে ছাত্রলীগকে। ছাত্রলীগ ছিলো বঙ্গবন্ধুর বিশ্বস্ত ভ্যানগার্ড। বঙ্গবন্ধু যা বলতেন ছাত্রলীগ তা পালন করেছে। আমিও ছাত্রলীগ করেছি। বঙ্গবন্ধু বুঝতে পারছিলেন ছাত্রলীগ ছাড়া বাংলাদেশ স্বাধীন করা যাবে না। তাই তিনি সবার আগে ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন। ছাত্রলীগ ভাষা আন্দোলন করেছে , বঙ্গবন্ধুর ৬ দফা আন্দোলন , ঊনসত্তরের গণঅভ্যুত্থান, ৭০ এর নির্বাচন এবং ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছে। বাংলাদেশের প্রতিটা আন্দোলনে ছাত্রলীগের অবদান রয়েছে। তিনি বলেন, আমাদের রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগকে ধন্যবাদ জানাই। তারা সবাই একত্রিত হয়েছে এবং অনুষ্ঠান করেছে।

সোমবার (৪ জানুয়ারি) মুড়াপাড়া সরকারী কলেজ মাঠে ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবাষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ। মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর মতো জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড ছাত্রলীগ। তিনি ছাত্রলীগকে খুবই ভালোবাসেন। নেত্রীর নিদেশ ছাত্রলীগ নেতাকর্মীরা পালন করছে। তারা বিরোধী দলের সকল আন্দোলন প্রতিহত করছে। লেখাপাড়ার পাশাপাশি আমাদের ছাত্রলীগকে আর শক্তিশালী হতে হবে। 

তিনি বলেন, বিএনপির আমলে মুড়াপাড়া কলেজের অবস্থা খুবই খারাপ ছিলো। ছয় বছরের মায়না বকেয়া ছিলো। তারপর শিক্ষকরা আমাকে জানালো স্যার আপনে আসেন আমাদের মায়না দেন। তখন আমি ব্যক্তিগতভাবে তাদের ১ লাখ টাকা দিয়েছিলাম । আগে কেমন কলেজ ছিলো আর এখন কি কলেজ করেছি।

গোলাম দস্তগীর গাজী বলেন, আমার কাছে কলেজ সরকারীকরণের জন্য অনেকগুলো নাম এসেছিলো। আমি তখন চিন্তা করেছিলাম মুড়াপাড়া কলেজকে সরকারীকরণ করা হবে। নেত্রীও কথা দিয়েছিলেন মুড়াপাড়া কলেজ এবং স্কুল সরকারীকরণ করবে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা মুড়াপাড়া কলেজ এবং স্কুল সরকারী করণ করেছে। এই কলেজ সরকারী করণ ঠেকাতে অনেক ষড়যন্ত্র হয়েছে। শাহজাহান ভাই ,ভিপি সোহেল আমাকে( গাজী) কলেজ সরকারিকরণ করতে অনেক সহযোগিতা করেছেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুর ডাকে ১৯৭১ সালে ছাত্রলীগ যুদ্ধ ক্ষেত্রে ছিলো। আর আমাদের আওয়ামী লীগ নেতৃবৃন্দ মুজিবনগর সরকার পরিচালনা করেছে।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত