গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে বাগেরহাট জেলা আওয়ামী লীগের সমাবেশ

1179

Published on জানুয়ারি 3, 2021
  • Details Image

গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে শনিবার বিশাল সমাবেশের আয়োজন করে বাগেরহাট জেলা আওয়ামী লীগ। বাগেরহাট- খুলনা মহাসড়কের ফকিরহাট উপজেলার কাটাখালী মোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন বাগেরহাট-২ আসনের সাংসদ শেখ সারহান নাসের তন্ময়। তিনি বলেন, দেশে আবারও গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। ৭৫ এর ১৫ আগস্ট যারা বঙ্গবন্ধুর পরিবারকে নির্বংশ করতে চেয়েছিলো তারা থেমে নেই। এই গভীর ষড়যন্ত্রের বিরুদ্ধে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকমীদের জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শে ঐক্যবদ্ধ হতে হবে। বঙ্গবন্ধুর আদর্শ বিচ্যুত কোন নেতাকে আমি ভোট দেব না- আপনারাও দিবেন না। মার্কা নয়, সৎ ও আদর্শবান প্রার্থীকে বিজয়ী করবেন। বাগেরহাটে কোন অবৈধ দখলদার- টেন্ডারবাজ থাকতে পারবে না। যারা ঘের দখলসহ নানা অপকর্ম করে বাগেরহাটকে অশান্ত করছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। কোন ছাড় দেয়া হবে না। এ সময় এমপি শেখ তন্ময় সমাবেশে আসা লোকজনকে নিজের মোবাইল নম্বরটি দিয়ে তার সাথে কথা বলতে বলেন।

তিনি পুলিশ ও র‌্যাব বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, অপরাধী যে দলের হোক না কেন তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনুন। সমাবেশ চলাকালে বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র বাগেরহাট- ১ আসনের এমপি শেখ হেলাল উদ্দিন মোবাইল ফোনে যুক্ত হয়ে সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন।

বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকুর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বাক্তব্য রাখেন, বাগেরহাট-৪ আসনের এমপি আমিরুল আলম মিলন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভূইয়া হেমায়েত উদ্দিন, আওয়ামী লীগ নেতা স্বপন দাস, সরদার ফররুল আলম সাহেব, মনোয়ার হোসেন টগর, মীর ফজলে সাইদ ডাবলু, নকিব নজিবুল হক নজু, তালুকদার নাজমুল কবির ঝিলাম, শেখ আক্তারুজ্জামান বাচ্চু, শেখ বসিরুল ইসলাম প্রমুখ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত