বর্ষা মৌসুমে সারাদেশে ৫ লক্ষ গাছ লাগাবে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ

5491

Published on জুলাই 3, 2020
  • Details Image

‘গাছ লাগান পরিবেশ বাঁচান’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার’র এ স্লোগানকে সামনে রেখে মুজিব শতবর্ষে সারাদেশে বছরব্যাপি ৫ লক্ষ গাছ লাগাবে বলে জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

গত ১৫ জুন রাজধানীর কলাবাগান ক্রীড়াচক্র খেলার মাঠে জাতীয় বৃক্ষরোপন কর্মসূচীর অংশ হিসেবে স্বেচ্ছাসেবক লীগ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারন সম্পাদক আফজালুর রহমান বাবুর আহ্বানে সাড়া দিয়ে সারাদেশে স্বচ্ছেসেবক লীগের নেতা কর্মীরা বৃক্ষ রোপন কর্মসূচী পালন করছেন।

যেসব স্থানে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়েছেঃ

ঢাকাঃ

- ১৬ জুন রমনা পার্কে ঢাকা  মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত। উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। 

- ঢাকা সিটি করপোরেশনের ৬০ নং ওয়ার্ডের বর্ণমালা স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন। 

- পল্টন থানার মুক্তাঙ্গনে ৫০টি গাছের চারা লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করে স্থানীয় নেতা কর্মীরা।

- মিরপুর ১৪ জামে উলুম মাদ্রাসা মাঠে ঢাকা মহানগর উত্তরের আওতাধীন কাফরুল থানা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালনা করা হয়।

- মহানগর দক্ষিণের মতিঝিল থানার ৯ নং ওয়ার্ডের আরামবাগ গার্লস স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে ৫০টি বনজ, ফলজ ও ওষুধি গাছের চারা লাগিয়ে বৃক্ষরোপন কর্মসূচি পালন করে। 

- ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের অন্তর্গত ইউনিটসমূহ এখন পর্যন্ত প্রায় ২০০০ গাছের চারা রোপন করে বৃক্ষরোপন কর্মসূচি পালন করে।

- ঢাকা জেলে উত্তর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আশুলিয়া প্রেস ক্লাবে ২০০ গাছের চারা লাগিয়ে বৃক্ষরোপন কর্মসূচি পালন করে

ময়মনসিংহঃ

- জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ময়মনসিংহ কেন্দ্রীয় স্মৃতিসৌধ চত্বরে বিভিন্ন জাতের ফলজ ও বনজ বৃক্ষ রোপন করে বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন করা হয়।

- ত্রিশাল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে কোনাবাড়ী চরপাড়া সরকারী প্রাঃ বিধ্যালয় প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়।

কিশোরগঞ্জঃ

- জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ফলজ, বনজ ও ওষুধি গাছ লাগিয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদবোধন করা হয়

- করিমগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে উপজেলা ব্যাপি গাছ লাগিয়ে বৃক্ষরোপন কর্মসূচি পালন করে স্থানীয় নেতা কর্মীরা

- হোসেনপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা গাছ লাগিয়ে বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে।

- ভৈরব উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা ফলজ, বনজ ও ওষুধি গাছ লাগিয়ে বৃক্ষরোপন কর্মসূচি পালন করে

- কুলাউড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বঙ্গবন্ধু উদ্যানে গাছের চারা রোপন করে বৃক্ষরোপন কর্মসূচি পালন করে  

- কুলাউড়া উপজেলার ব্রাক্ষনবাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে গাছ লাগিয়ে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়।

বাগেরহাটঃ

- জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে সদর উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়।

- বাগেরহাট -২ আসনে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করেন স্থানীয় নেতা কর্মীরা

- যাত্রাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে পতিত জমিতে ফলজ, বনজ ও ওষুধি গাছ লাগিয়েছেন।

- ষাটগম্ভুজ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ পতিত জমিতে পতিত জমিতে ফলজ, বনজ ও ওষুধি গাছ লাগিয়ে বৃক্ষরোপন কর্মসূচী পালন করেছেন।

- বেমরতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ পতিত জমিতে ফলজ, বনজ ও ওষুধি গাছ লাগিয়েছেন

- কাড়াপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ পতিত জমিতে ফলজ, বনজ ও ওষুধি গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন

- রাখালগাছি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ বৃক্ষরপন কর্মসূচি পালন করে পতিত জমিতে ফলজ, বনজ ও ওষুধি গাছ লাগিয়েছে।

- খানপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ পতিত জমিতে ফলজ, বনজ ও ওষুধি গাছ লাগিয়ে বৃক্ষরোপন কর্মসূচী পালন করেছে।

সাতক্ষীরাঃ

- জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে সাতক্ষীরা বাইপাস সড়কে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়।

- কলারোয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির আওতায় ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় এখন পর্যন্ত ৩০০টি গাছ লাগিয়েছে স্থানীয় নেতা কর্মীরা, আরো ৫০০ এর বেশি গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে উপজেলা নেতৃবৃন্দের।

- সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির আওতায় ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় এখন পর্যন্ত ৫০০টি গাছ লাগিয়েছে স্থানীয় নেতা কর্মীরা, আরো ১০০০ এর বেশি গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে উপজেলা নেতৃবৃন্দের।

- তালা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির আওতায় ১২টি ইউনিয়নে এখন পর্যন্ত ৩৫০টি গাছ লাগিয়েছে স্থানীয় নেতা কর্মীরা, আরো ৬০০ এর বেশি গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে উপজেলা নেতৃবৃন্দের।

- আশাশুনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির আওতায় ১১টি ইউনিয়নে এখন পর্যন্ত ৩০০টি গাছ লাগিয়েছে স্থানীয় নেতা কর্মীরা, আরো ৫৫০ এর বেশি গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে উপজেলা নেতৃবৃন্দের।

- কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির আওতায় ১২টি ইউনিয়নে এখন পর্যন্ত ২০০টি গাছ লাগিয়েছে স্থানীয় নেতা কর্মীরা, আরো ৪০০ এর বেশি গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে উপজেলা নেতৃবৃন্দের।

- শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির আওতায় ১২টি ইউনিয়নে এখন পর্যন্ত ৩০০টি গাছ লাগিয়েছে স্থানীয় নেতা কর্মীরা, আরো ৭৫০ এর বেশি গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে উপজেলা নেতৃবৃন্দের।

- দেবহাটা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির আওতায় ৬টি ইউনিয়নে এখন পর্যন্ত ১০০টি গাছ লাগিয়েছে স্থানীয় নেতা কর্মীরা, আরো ২৫০ এর বেশি গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে উপজেলা নেতৃবৃন্দের।

রাজশাহীঃ

- মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে নগরের শাহ মখদুম কলেজ, পাচানি মাঠ এবং বোসপাড়া এলাকায় ৭০টি গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে স্থানীয় নেতা কর্মীরা

সিরাজগঞ্জঃ

- জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে গাছের চারা লাগিয়ে বৃক্ষরোপন কর্মসূচি উদবোধন করে জেলা নেতৃবৃন্দ

নওগাঁঃ

- জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে হাট নওগাঁ হাই স্কুল মাঠে বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন করা হয়

- মান্দা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করে বিভিন্ন ইউনিয়নের স্বচ্ছাসেবক লীগ নেতা কর্মীরা।

- আত্রাই উপজেলা স্বেচ্ছাসেবক লীগ ৫৩নং পাথাইল ঝাড়া মুডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ফলজ, বনজ ও ওষিধি গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে।

পাবনাঃ

- জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় প্রায় ১ হাজার গাছের চারা লাগান স্থানীয় নেতা কর্মীরা

কুষ্টিয়াঃ

- জেলা স্বেচ্ছাসেবকলীগের পক্ষ থেকে বৃক্ষরোপন কর্মসূচি চালিয়ে যাচ্ছে স্থানীয় নেতা কর্মীরা

মাগুরাঃ
- জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্ববায়ক কমিটির উদ্যোগে গুরুত্বপূর্ন বিভিন্ন স্থানে এখন পর্যন্ত ২০০টি গাছ লাগিয়েছে জেলা নেতৃবৃন্দ।

- মাগুরা পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ৯টি ওয়য়ার্ডে এখন পর্যন্ত ৪৫০টি গাছ লাগিয়েছে নেতা কর্মীরা, আরো ৪৫০ এর বেশি গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে পৌর নেতৃবৃন্দের।
- সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ১৩টি ইউনিয়নে এখন পর্যন্ত ৩০০টি গাছ লাগিয়েছে স্থানীয় নেতা কর্মীরা, আরো ৩৫০ এর বেশি গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে উপজেলা নেতৃবৃন্দের।

- শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ৮টি ইউনিয়নে এখন পর্যন্ত ১০০টি গাছ লাগিয়েছে স্থানীয় নেতা কর্মীরা, আরো ৩০০ এর বেশি গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে উপজেলা নেতৃবৃন্দের।

নাটোরঃ

- জেলা স্বেচ্ছাসেবল লীগের উদ্যোগে বছর ব্যাপি বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন করা হয়। স্বেচ্ছাসেবক লীগ নেতা-কর্মীরা পুরো শহরে এক হাজার ফলজ, বনজ, ওষুধিসহ বিভিন্ন চারা রোপণ করবেন।

ফরিদপুরঃ

- জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বছরব্যাপি বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়।

- ফরিদপুর শহর শাখা স্বেচ্ছাসেবক লীগ কতৃক আয়োজিত বৃক্ষ রোপন কার্যক্রম এর উদ্বোধন শেষে ফরিদপুর জেলা শাখা ও ফরিদপুর শহর শাখা কতৃক আয়োজিত বৃক্ষ রোপন কার্যক্রম শেষে পতিত জমিতে ফলজ, বনজ ও ওষুধি গাছ লাগানো হয়।

- বোয়ালমারি উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে উপজেলার বিভিন্ন জায়গায় ফলজ, বনজ ও ওষুদি গাছ লাগানো হয়

- আলফাডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে উপজেলার বিভিন্ন জায়গায় ফলজ, বনজ ও ওষুদি গাছ লাগানো হয়

রাঙ্গামাটিঃ

- কাপ্তাই উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে রাইখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়।

- রাঙ্গামাটি জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে জেলার প্রতিটি স্কুলের পতিত জমিতে ফলজ, বনজ ও ওষুধি গাছ লাগানোর কর্মসূচি উদ্বোধন করা হয়।

চুয়াডাঙ্গাঃ
- জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির উদ্যোগে এখন পর্যন্ত ১২৫টি গাছ লাগিয়েছে জেলা নেতৃবৃন্দ।

- সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় এখন পর্যন্ত ৭৫০টি গাছ লাগিয়েছে স্থানীয় নেতা কর্মীরা, আরো ৪০০ এর বেশি গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে উপজেলা নেতৃবৃন্দের।

- আলমডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় এখন পর্যন্ত ৫৮২টি গাছ লাগিয়েছে স্থানীয় নেতা কর্মীরা, আরো ৩৫০ এর বেশি গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে উপজেলা নেতৃবৃন্দের।

- দামুরহুদা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় এখন পর্যন্ত ৫৩৬টি গাছ লাগিয়েছে স্থানীয় নেতা কর্মীরা, আরো ৪০০ এর বেশি গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে উপজেলা নেতৃবৃন্দের।
- দর্শনা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এখন পর্যন্ত ৪৬০টি গাছ লাগিয়েছে স্থানীয় নেতা কর্মীরা, আরো ৪০০ এর বেশি গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে উপজেলা নেতৃবৃন্দের।

- জীবননগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় এখন পর্যন্ত ৫৪১টি গাছ লাগিয়েছে স্থানীয় নেতা কর্মীরা, আরো ৩৫০ এর বেশি গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে উপজেলা নেতৃবৃন্দের।

গাইবান্ধাঃ

- পলাশবাড়ী উপজেলা পরিষদ চত্ত্বরে জাতীয় বৃক্ষরোপন কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, পলাশবাড়ী উপজেলা শাখা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন। এসময় শতবর্ষী বিভিন্ন জাতের ফলজ এবং ঔষধি বৃক্ষ রোপন করা হয়।

- সাদুল্যাপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শতবর্ষী বিভিন্ন জাতের ফলজ ও ওষুধি গাছের চারা লাগিয়ে বৃক্ষরোপন কর্মসূচি পালন করে।

কুমিল্লাঃ

- জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়

- বরুড়া উপজেলা ও পৌর শাখা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শাকপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়।

- চৌদ্দগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে উপজেলা নেতৃবৃন্দ পতিত জমিতে গাছ লাগিয়ে বৃক্ষরোপন কর্মসূচি পালন করে

- লালমাই উপজলে স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা গাছ লাগিয়ে বৃক্ষরোপন কর্মসূচি পালন করে

- বুরিচং উপজলা স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীদের উদ্যোগে গাছ লাগিয়ে বৃক্ষরোপন কর্মসূচি পালন করে।

- নাঙ্গলকোট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ওষুধি গাছ লাগিয়ে বৃক্ষরোপন কর্মসূচি পালন করে

- ব্রাক্ষনপারা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা উপজেলার বিভিন্ন স্থানে গাছের চারা লাগিয়ে বৃক্ষরোপন কর্মসূচি পালন করে

- মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে নগরের বিভিন্ন জায়গায় ফলজ, বনজ ও ওষুদি গাছের চারা লাগিয়ে বৃক্ষরোপন কর্মসূচি পালন করে।

মৌলভীবাজারঃ

- জেলা শাখা'র আয়োজনে পি,টি,আই স্কুল মাঠে বছরব্যাপি বৃক্ষ রোপন কর্মসুচীর উদ্ভোধন করা হয়।

- সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের মনুমুখ ইউনিয়ন শাখার আয়োজনে মনুমুখ সরকারি প্রাথমিক মাঠে বৃক্ষরোপন কর্মসূচি পালন করে

- শ্রীমঙ্গল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শ্রীমঙ্গল সরকারী কলেজ প্রাঙ্গনে গাছের চারা রোপন করে বৃক্ষরোপন কর্মসূচি পালন করে স্থানীয় নেতা কর্মীরা

নোয়াখালীঃ

- জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বর্ষা মৌসুমে পতিত জমিতে ফলজ, বনজ ও ওষিধি গাছ লাগানোর কার্যক্রম উদ্বোধন করা হয়।

- সদর ও শহর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শহীদ মিনার চত্তর, জেলা প্রশাসকের কার্যালয়, সার্কিট হাউজ, শিশু পার্ক, দত্তের হাট সড়কে গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে নেতা কর্মীরা।

জয়পুরহাটঃ

- জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে খঞ্জনপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করে জেলা নেতৃবৃন্দ। জেলার বিভিন্ন পতিত জমিত ২০০০ গাছের চারা লাগাবে তারা।

- সদর উপজেলার সার্কিট হাউজ মাঠে গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করে স্থানীয় নেতা কর্মীরা।

- পাঁচবিবি পৌর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে উপজেলা জুড়ে ফলজ, বনজ ও ওষুধি গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করে স্থানীয় নেতা কর্মীরা।

ঠাকুরগাঁওঃ

- জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শহরের বিভিন্ন স্থানে ২০০ চারা গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে জেলা নেতৃবৃন্দ। বর্ষা মৌসুমে ঠাকুরগাঁর জেলায় ৭০০০ গাছের চারা লাগাবেন বলে জানান জেলা নেতার।

- রানীশংকৈল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা বিভিন্ন জাতের গাছের চারা রোপন করে বৃক্ষরোপন কর্মসূচি পালন করে।

মেহেরপুরঃ

- গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে গাংনী থেকে সাহারবাটি ইউনিয়নের মেইন রাস্তার দুইপাশে ১০০ গাছ বৃক্ষরোপণ কর্মসূচী পালন করে ইউনিয়ন ও উপজেলা নেতা কর্মীরা

- গাংনী উপজেলার তেতুলবাড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে কর্মদী থেকে হাড়িভাঙ্গা মেইন রাস্তার দুইপাশে ১০০ গাছ বৃক্ষরোপণ কর্মসূচী পালন করে ইউনিয়ন ও উপজেলা নেতা কর্মীরা

- গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বানিয়া পুকুর প্রাইমারি স্কুল সহ বানিয়া পুকুর থেকে মড়কা বাজারের রাস্তার দুইপাশে ১০০ গাছ বৃক্ষরোপণ কর্মসূচী পালন করে ইউনিয়ন ও উপজেলা নেতা কর্মীরা

- গাংনী উপজেলার রাইপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে রাইপুর হাইস্কুল সহ রাইপুর বাজার থেকে হেমাতপুর বাজার পর্যন্ত রাস্তার দুইপাশে ১০০ গাছ বৃক্ষরোপণ কর্মসূচী পালন করে ইউনিয়ন ও উপজেলা নেতা কর্মীরা

- গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে সেন্টার বাজার হতে বামুন্দি মেইন রাস্তার দুইপাশে ১০০ গাছ বৃক্ষরোপণ কর্মসূচী পালন করে ইউনিয়ন ও উপজেলা নেতা কর্মীরা- জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির আওতায় এখন পর্যন্ত ৩০০টি গাছ লাগিয়েছে জেলা নেতৃবৃন্দ

- সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ উপজেলার ৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় এখন পর্যন্ত ২০০০ গাছের চারা রোপন করে বৃক্ষরোপন কর্মসূচি পালন করে

- মুজিবনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ উপজেলার ৪টি ইউনিয়নে এখন পর্যন্ত ২০০০ গাছের চারা রোপন করে বৃক্ষরোপন কর্মসূচি পালন করে

চাঁপাইনবাবগঞ্জঃ

- জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাস প্রাঙ্গনে ফলজ ও বনজ গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

মাদারীপুরঃ

- জেলা শাখার উদ্যোগে মাদারীপুর পৌর কবরস্থানে গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়

- কালকিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ডাসার ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে স্থানীয় নেতা কর্মীরা।

পঞ্চগড়ঃ

- জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বিভিন্ন স্থানে ২০০ ফলজ বনজ ও ঔষধি গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। আগামি তিন মাসে বিভিন্ন উপজেলায় প্রায় ৬-৭ হাজার গাছ লাগানো বলে জানান জেলার নেতারা।

গোপালগঞ্জঃ

- জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বছরব্যাপি বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে জেলার নেতা কর্মীরা

- জেলার পৌর পার্কে গাছ গালিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে পৌর শাখা স্বেচ্ছাসেবক লীগ

- কোটালিপাড়া উপজেলা শাখার উদ্যোগে ফলজ, বনজ ও ওষুধি গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

- টুঙ্গিপাড়া থানা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে টুঙ্গিপাড়া কলেজ মাঠে গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে নেতা কর্মীরা

শরীয়তপুরঃ

- জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ও সদর উপজেলা কতৃক আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

- ভেদরগঞ্জ উপজেলা শাখা কতৃক আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে স্থানীয় নেতা কর্মীরা

- নড়িয়া উপজেলা শাখার উদ্যোগে নড়িয়া সরকারি কলেজ প্রাঙ্গনে গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করে স্থানীয় নেতা কর্মীরা

- জাজিরা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে স্থানীয় নেতা কর্মীরা

- জাজিরা পৌর শাখা স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা ৩০টি গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে।

মুন্সিগঞ্জঃ

- জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বিভিন্ন থানায় একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে নেতা কর্মীরা

- সিরাজদিখান উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে উপজেলার বিভিন্ন জায়গায় পতিত জমিতে গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে নেতা কর্মীরা

- লৌহজং উপজেলার কুমারভোগ ইউনিয়নের উদ্যোগে গাছ লাগিয়ে বৃক্ষরোপন কর্মসূচি পালন করে।

নারায়ণগঞ্জঃ

- মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে গাছ লাগিয়ে কর্মসূচি পালন করে মহানগর নেতা কর্মীরা

লক্ষ্মীপুরঃ
- জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দের উদ্যোগে বিভিন্ন জাতের ফলজ, বনজ ও ওষুধি গাছ লাগিয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়।

- রায়পুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীদের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় গাছ লাগিয়ে বৃক্ষরোপন কর্মসূচি পালন করে

- চন্দ্রগঞ্জ থানার স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বিভিন্ন স্থানে গাছ লাগিয়ে বৃক্ষরোপন কর্মসূচি পালন করেন স্থানীয় নেতা কর্মীরা

- রামগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বিভিন্ন স্থানে গাছের চারা লাগিয়ে বৃক্ষরোপন কর্মসূচি পালন করে

- রামগতি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা উপজেলার বিভিন্ন স্থানে গাছের চারা লাগিয়ে বৃক্ষরোপন কর্মসূচি পালন করে।

নরসিংদীঃ

- জেলা স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন শেষে পতিত জমিতে গাছ লাগিয়েছে জেলার নেতা কর্মীরা

টাঙ্গাইলঃ

- মাসব্যাপি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছে টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক লীগ

খুলনাঃ

- জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির আওতায় এখন পর্যন্ত ১২০টি গাছ লাগিয়েছে জেলা নেতৃবৃন্দ।

- রুপসা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির আওতায় ৫টি ইউনিয়নে এখন পর্যন্ত ৩৫০টি গাছ লাগিয়েছে স্থানীয় নেতা কর্মীরা, আরো ৪০০ এর বেশি গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে উপজেলা নেতৃবৃন্দের।

- তেরখাদা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির আওতায় ৬টি ইউনিয়নে এখন পর্যন্ত ৩৮০টি গাছ লাগিয়েছে স্থানীয় নেতা কর্মীরা, আরো ৪০০ এর বেশি গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে উপজেলা নেতৃবৃন্দের।

- দিঘলিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির আওতায় ১টি সাংগঠনিক ইউনিটসহ ৭টি ইউনিয়নে এখন পর্যন্ত ৪৩০টি গাছ লাগিয়েছে স্থানীয় নেতা কর্মীরা, আরো ৪৫০ এর বেশি গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে উপজেলা নেতৃবৃন্দের।

- ফুলতলা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির আওতায় ৪টি ইউনিয়নে এখন পর্যন্ত ২৫০টি গাছ লাগিয়েছে স্থানীয় নেতা কর্মীরা, আরো ৩০০ এর বেশি গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে উপজেলা নেতৃবৃন্দের।

- ডুমুরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির আওতায় ১৪টি ইউনিয়নে এখন পর্যন্ত ৫৭৫টি গাছ লাগিয়েছে স্থানীয় নেতা কর্মীরা, আরো ১০০০ এর বেশি গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে উপজেলা নেতৃবৃন্দের।

- বাটিয়াঘাটা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির আওতায় ৭টি ইউনিয়নে এখন পর্যন্ত ৫৪০টি গাছ লাগিয়েছে স্থানীয় নেতা কর্মীরা, আরো ৪০০ এর বেশি গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে উপজেলা নেতৃবৃন্দের।

- দাকোপ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির আওতায় ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভায় এখন পর্যন্ত ৪৮৫টি গাছ লাগিয়েছে স্থানীয় নেতা কর্মীরা, আরো ৭০০ এর বেশি গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে উপজেলা নেতৃবৃন্দের।

- পাইকগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির আওতায় ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় এখন পর্যন্ত ৫৫০টি গাছ লাগিয়েছে স্থানীয় নেতা কর্মীরা, আরো ৭৫০ এর বেশি গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে উপজেলা নেতৃবৃন্দের।

- কয়রা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির আওতায় ৭টি ইউনিয়নে এখন পর্যন্ত ৩০০টি গাছ লাগিয়েছে স্থানীয় নেতা কর্মীরা, আরো ৬০০ এর বেশি গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে উপজেলা নেতৃবৃন্দের। 

গাজিপুরঃ

- মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে গাছা বোর্ড বাজার পুবাইল এবং গাজিপুরের বিভিন্ন স্থানে ৫০০ গাছের চারা রোপন করা হয়।

- মহানগরের অন্তর্গত ৯টি সাংগঠানিক থানায় বৃক্ষরোপন কার্যক্রম চলমান রয়েছে।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত