কর্ণফুলীতে ৭২০ পরিবারে ঈদ বস্ত্র বিতরণ করেছেন ভুমিমন্ত্রী

791

Published on মে 28, 2020
  • Details Image

কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড (মিল্কভিটা)’র পরিচালক আলহাজ্ব মুহাম্মদ নাজিম উদ্দিন হায়দার ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী’র পক্ষে দ্বিতীয় দিনেও চরলক্ষ্যা ইউনিয়নের ৭২০টি পরিবারকে ঈদ বস্ত্র বিতরণ করলেন।

শনিবার (২৩ মে) দুপুর ২টায় উপজেলার এইচটি কনভেনশন হলে ধারাবাহিকভাবে চরলক্ষ্যা ইউনিয়নের ২, ৩, ৯নং ওয়ার্ডের দরিদ্রের মাঝে এসব ঈদ বস্ত্র বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগ নেতা আ ন ম মনিরুল ইসলাম ইউছুফ আলী, মনির আহমদ, মাষ্টার আমীর আহমদ, হাজী তালেব আলী, মাকসুদুল ইসলাম, যুবলীগ নেতা আবদুর রহমান, আলমগীর আলম, নুর মোহাম্মদ ইকবাল, আবদুস ছোবহান, সাবেক ছাত্রলীগ নেতা হায়দার আলী, আজিজুর রহমান, থানা ছাত্রলীগ নেতা পারভেজ, মামুন, সাজ্জাদ হোসেন আরমানও অনেকে।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘দেশের সকল দুর্যোগকালীন সময়ে আওয়ামী লীগ তার ভূমিকা রেখেছে। করোনা সংকটের শুরু থেকেই আমরা মানুষকে সচেতন করার চেষ্টা করে আসছি। পুরো চরলক্ষ্যা ইউনিয়নে মোট ১২শ’ পরিবারকে ঈদ উপহার দিচ্ছি। আজও চরলক্ষ্যায় ৭২০টি পরিবারের মাঝে শাড়ি লুঙ্গি বিতরণ করা হয়েছে। কাল অন্য এলাকায় বিতরণ করা হবে।

নাজিম উদ্দিন হায়দার বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই আওয়ামী লীগ এভাবেই গণমানুষের পাশে দাঁড়াবে। দেশের করোনা ভাইরাসের সংকটময় মুহূর্তে আমাদের অভিভাবক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ভাইয়ের নির্দেশে আমি আমার সাধ্য অনুয়ায়ী এ উদ্যোগ নিয়েছি। পরবর্তীতে পরিস্থিতি অনুযায়ী আমার এ সহযোগিতা অব্যাহত রাখার চেষ্টা থাকবে

Live TV

আপনার জন্য প্রস্তাবিত