চট্টগ্রামে ৪০০০ প্যাকেট ইফতার বিতরণ করেছেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সদস্য

1623

Published on মে 28, 2020
  • Details Image

পবিত্র রমজানের প্রথম দিন থেকে কেন্দ্রীয় আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা উপ-কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা আরশেদুল আলম বাচ্চুর নির্দেশনায় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সদস্য সালাউদ্দিন বাব’র উদ্যোগে ৪ হাজার প্যাকেট ইফতার বিতরণ করা হয়েছে।

নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মাঝে এসব ইফতার বিতরণ করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে করোনা পরিস্থিতিতে লকডাউনে থাকা ভাসমান মানুষের পাশে থাকতে ছাত্রলীগ লীগ নেতা বাবু’র এই উদ্যোগ।

প্রথমদিনে নিজ এলাকা বায়েজিদ থানার আশপাশে তিন শতাধিক মানুষের মুখে তুলে দেন ইফতারি। এরপর থেকে জিইসি মোড়, টাইগারপাস, মুরাদপুর, বদ্দারহাট, ২নং ষোলশহর গেইট, ফয়েজ লেক, আতুরার ডিপু, অক্সিজেন, বায়েজীদ বোস্তামি মাজার গেইট, বালুচড়া, মির্জারপুল, পাঁচলাইশ, ওয়াসা, টেকনিক্যাল, টেক্সটাইল, রুবি গেইট, শেরশাহ কলোনির, তারা গেইড, টেকনিক্যাল, মোহাম্মদ নগর, আমিন কলোনিতে বিতরণ করা হয়।

ছাত্রলীগ নেতা বাবু বলেন- প্রতিদিন তিন শত থেকে পাঁচ শত প্যাকেট ইফতারী বিতরণে কার্পন্য করিনি। গত পরশু নগরীর জিইসির মোড়স্থ বাটার সামনে সামাজিক দূরুত্ব বজায় রেখে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে এক এক করে চারশত মানুষের হাতে ইফতার তুলে দেন সাবেক ছাত্রনেতা আরশেদুল আলম বাচ্চু।

তিনি গণমাধ্যম ও উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন, মানুষের পাশে থাকতে প্রচুর টাকা- পয়সার প্রযোজন নেই, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যেদিন থেকে সাধারণ মানুষের পাশে সহযোগিতার আহবান জানিয়েছেন সেদিন থেকে মানুষের সেবা ও কল্যাণে দাঁড়িয়েছি স্বাধ্যমতো চেষ্টা করছি মানুষরে দুঃখের দিন সহযোগী হওয়ার।

কখনো খাদ্যসামগ্রী নিয়ে কখনো রান্না করা খাবার নিয়ে কখনো ধান কেটে দিয়ে আবার এ রমজানে ইফতার ও সেহেরী রান্না করে ঘরে ঘরে এবং রাস্তা ভাসমান মানুষের মাঝে বিলি করে সহযোগিতা ও পাশে থাকার আপ্রাণ চেষ্টা করছে।

কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক ও ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান তারেক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য নাজমুর সাকিব, সাবেক সদস্য বেসরকারী কারা পরির্দশক ইয়াছিন আরাফাত কচি, নগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম মানিক, ওমরগণি এমইএস কলেজ ছাত্রলীগ নেতা শাখাদাত হোসেন হিরা, চান্দগাঁও থানা ছাত্রলীগের সহ-সভাপতি আবু সাইদ মুন্না, আওরাজ ভূইয়া রনক, সাউর্দান বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি তৌফিক চৌধুরী, বায়জীদ থানা ছাত্রলীগ নেতা শাফকাত মির্জা মো. কিরন মো. শাকিল, মো. আবু রায়হান (মানিক), মো. রুবেল, মো. রিদোয়ান, মো. সামি, মো. নাহিদ, মো. রকি, মো. সম্রাট, মো. মেহেদী হাসান, মো. সোহেল, শাউন হোসেন আবির, মো. ইসমাইল প্রমুখ নেতৃবৃন্দ প্রতিদিন ইফতার বিতরণে সহযোগিতা করেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত