মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারে ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগ সভাপতির ঈদ উপহার বিতরণ

1403

Published on মে 21, 2020
  • Details Image

রাজধানীর কাপ্তানবাজার এলাকায় ওমরা হজ্জের টাকা মুক্তিযোদ্ধা,শহীদ পরিবার ও অসহায়দের মাঝে বিতরণ করলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা আহমেদ মন্নাফী। বৃহস্পতিবার (২১ মে) সকাল ১০টায় পুরনো ঢাকার বিভিন্ন এলাকায় বিশেষ করে সূত্রাপুর, গেন্ডারিয়া, ওয়ারী এলাকার মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের মাঝে এ অর্থ বিতরণ করেন।

এসময় তিনি বলেন ১৯৭১ সালে আমরা সংঘবদ্ধ হয়ে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছি। এই করোনা যুদ্ধে ও আমরা সবাই সম্মিলিতভাবে চেষ্টা করে ও সচেতন হয়ে সংকট কেটে উঠবো ইনশাআল্লাহ।মহান রাব্বুল আলামিন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ থেকে ভাইরাস সক্রমণ দূর করবেন বলে তিনি আশা বাদ ব্যক্ত করেন।তিনি আরও বলেন বাংলাদেশের মানুষ না খেয়ে মারা যাবে না,বিশেষ করে ঢাকা মহানগরীর কোন ব্যক্তি অনাহারে থাকবে না মহান আল্লাহ তালা আমাদের সহায় হবেন।মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে আগামী দিনে দেশ গঠন করার উদ্বুদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে।

এর পরে সকালে সাড়ে ১১টায় মহাজনপুর লেন হতদরিদ্র ও কর্মহীনদের মাঝে ঈদ উপলক্ষে খাদ্য দ্রব্য সামগ্রী উপহার দেন, খাদ্য সামগ্রী মধ্যে দুইটা মোরগ,সেমাই-চিনি, পোলাও চাল সহ বিভিন্ন উপকরণ উপহার হিসেবে বিতরণ করেন। তিনি জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু সুস্থতা কামনা করেন এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতৃবৃন্দ দেরকে যে যেখানে আছেন যে অবস্থায় আছেন একে অপরের সাহায্য সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান।

দুপুর ২ টায় মাতুয়াইল হাজী লতিফ বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণে প্রায় ১২ শো হতদরিদ্র কর্মহীন অসহায় মানুষের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্যদ্রব্য বিতরণ করেন,খাদ্য সামগ্রীর ভিতর সেমাই,চিনি,চাউল, ডাল,আলু,দুধ বিদ্যমান ছিল।

এসময় উপস্থিত ছিলেন মুনসুরুল আবেদিন মুকুল সাবেক সহ-সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ,জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি এফ এম শরিফুল ইসলাম শরিফ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত