৫ হাজার পরিবারে খাদ্য সহায়তা এবং বিনামূল্যে সবজি বিতরণ করছেন চট্টগ্রামের সাবেক ছাত্রলীগ নেতা

4205

Published on মে 20, 2020
  • Details Image
  • Details Image
  • Details Image

করোনা ভাইরাস বিস্তার রোধে সারা দেশে লকডাউন চলছে। এতে কর্মহীন হয়ে বেশ বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষজন। তাদের এই দুর্ভোগ কমাতে সরকারের খাদ্যসামগ্রী বিতরণ ও নগদ অর্থ সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সারা দেশে খাদ্যসামগ্রী নিয়ে অসহায় মানুষদের পাশে এগিয়ে এসেছেন আওয়ামীলীগ সহ এর অঙ্গসংগঠনের নেতা কর্মীরা। কিন্তু চট্টগ্রামে ব্যতিক্রমী এক উদ্যোগ "ফ্রি সবজি বাজার" নিয়ে খুব প্রশংসা অর্জন করেছেন সাবেক ছাত্রনেতা ও বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচন পরিচালনা উপ কমিটির সদস্য আরশেদুল আলম বাচ্চু।

করোনা প্রাদুর্ভাবের শুরু থেকে সক্রিয়ভাবে মাঠে রয়েছেন আরশেদুল আলম বাচ্চু। শুরুতেই তিনি নগরীর অসহায় দরিদ্র পাঁচ হাজার পরিবারকে খাদ্য সহায়তা তুলে দেন। তাছাড়া তিনি নগরীর বিভিন্ন বস্তি ও পথচারীদের মাঝে নিয়মিতিভাবে রান্না করা খাবার প্যাকেট বিতরণ করে যাচ্ছেন ।

করোনা সংকট মোকাবেলায় লকডাউনের সময় দীর্ঘ হতে যাচ্ছে অনুভব করে তিনি নিম্ন মধ্যবিত্ত পরিবারের পাশে এসে দাঁড়ালেন। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে থানা ভিত্তিক প্রতিনিধিদের ফোন নাম্বার দিয়েছেন। কেউ যোগাযোগ করলেই পরিচয় গোপন রেখে বাসায় পৌঁছে দেওয়া হচ্ছে খাদ্য সহায়তা। এই পর্যন্ত তিন হাজার মানুষ এই কার্যক্রমের মাধ্যমে খাদ্য সহায়তা নিয়েছেন।

খাদ্য সহায়তা হিসেবে সবাই বিতরণ করছেন চাল, ডাল,আলু,পেয়াজ সহ নানা ধরণের শুকনো উপকরণ।কিন্তু করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তশালী করা খুব প্রয়োজন। এর জন্য দরকার পুষ্টিকর খাদ্য ও শাকসবজি।এই ভাবনায় তিনি চালু করলেন "ফ্রি সবজি বাজার"।

চট্টগ্রাম শহরের অলিতে গলিতে প্রতিদিন ঘুরছে ভ্রাম্যমাণ সবজি ভর্তি পাঁচটি ভ্যান।প্রতিটি ভ্যানের পেছনে লিখা "ফ্রি সবজি বাজার"।

প্রয়োজন অনুসারে অসচ্ছল, ক্রয় সামর্থহীন পরিবারকে একদম বিনামূল্যে দেওয়া হচ্ছে এসব সবজি। প্রতিদিন ৫০০ কেজি সবজি বিতরণ করা থেকে শুরু হলেও বর্তমানে ১০০০ কেজির চাহিদা আছে। ৫ এপ্রিল থেকে শুরু হয়ে এখনো চলমান রয়েছে এ কার্যক্রম। প্রতিদিন ১০০০ কেজি সবজি বিতরনের পাশাপাশি অসহায় মানুষদের পুষ্টির কথা বিবেচনা করে বর্তমানে ১০০০ ডিম বিতরনও করছেন তিনি। পরবর্তীতে সারাদেশে তার এই "ফ্রি সবজি বাজার" ব্যতিক্রমী উদ্যোগটি ছড়িয়ে পড়তে দেখা যায়।

রমজানের শুরু থেকে আরশেদুল আলম বাচ্চুর উদ্যোগে প্রতিদিন বিতরণ করা হচ্ছে ইফতারী ও সেহেরী।চট্টগ্রাম নগরীর বিভিন্ন ওয়ার্ডে পথচারী ও অসহায় মানুষদের মাঝে এইসব ইফতারী ও সেহেরী বিতরণ করা হচ্ছে।

এই বিষয়ে সাবেক এই ছাত্রনেতা জানান, 'করোনা মোকাবেলায় সামাজিক দূরত্ব নিশ্চিত করার পাশাপাশি অসচ্ছল ও নিম্ন মধ্যবিত্ত মানুষরা যেন খাদ্য সংকটে না পড়ে সেটাও দেখতে হবে। করোনা প্রাদুর্ভাবের শুরু থেকে চেষ্টা করছি মানুষের পাশে থাকার। অসহায় মানুষদের খাদ্য সামগ্রী বিতরণ, পরিচয় গোপন রেখে খাদ্য সহায়তা, ফ্রি সবজি বাজার, রজমানে প্রতিদিন ইফতারী ও সেহেরী বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। আমরা মানবিক হলে,একসঙ্গে এই যুদ্ধ জয় সহজ হবে।"

Live TV

আপনার জন্য প্রস্তাবিত