৫০০০ পরিবারে খাদ্য সহায়তা দিচ্ছেন ঢাকা দক্ষিনের ৪৩ নং ওয়ার্ড কাউন্সিলর

777

Published on মে 19, 2020
  • Details Image

ব্যক্তি উদ্যোগে প্রায় পাঁচ হাজার পরিবারকে ত্রাণ দিচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) একজন কাউন্সিলর। দেশে করোনা প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে তিনি কয়েক দফায় এসব নিম্নবিত্ত, মধ্যবিত্ত ও কর্মহীন অসহায় মানুষদের ত্রাণ পৌঁছে দিচ্ছেন। ডিএসসিসির ৪৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আরিফ হোসেন ছোটন এমন মানবিক কাজ করছেন।

রাজধানীর সদরঘাটের একাংশ, বাংলাবাজারের একাংশ, শ্যামবাজারসহ আশেপাশের বাণিজ্যিক এলাকা নিয়ে গঠিত ডিএসসিসির ৪৩ নম্বর ওয়ার্ড। ওয়ার্ডটিতে বেশিরভাগই শ্রমিক শ্রেণির মানুষ। এরা দৈনিক আয়ের ওপর নির্ভর করে সংসার চালায়। কিন্তু করোনা প্রাদুর্ভাব শুরুর পর থেকে কর্মহীন হয়ে পরেন তারা। বিপাকে পড়া মানুষের সমস্যার কথা বিবেচনা করে প্রথম দিকে তিন বেলা খাবার রান্না করে পৌঁছে দেওয়া শুরু করেন কাউন্সিলর ছোটন।

পরে এপ্রিল মাসের শুরু থেকে পুরো ওয়ার্ডের জনসাধারণের প্রয়োজনের ওপর ভিত্তি করে কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করে ত্রাণ বিতরণ শুরু করেন। এরমধ্যে গত দুই মাসে পাঁচ হাজার পরিবারকে প্রায় তিনদফা ত্রাণ পৌঁছে দেন। অনেক মধ্যবিত্ত পরিবারকে নগদ আর্থিক অনুদানও দেন।

কাউন্সিলর ছোটন পুরো ওয়ার্ডেই তালিকার বাইরে থাকা কর্মহীন মানুষদের জন্যও রেখেছেন নানা আয়োজন। তার নাম্বারে কল করে প্রয়োজনের কথা বললেই বাসায় পৌঁছে দিচ্ছেন খাবারসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী। এছাড়া সদরঘাট, শ্যামবাজার এলাকাসহ বেশ কয়েকটি এলাকায় নিয়মিত খাবার রান্না করে বিতরণ করেন।

এ বিষয়ে কাউন্সিলর আরিফ হোসেন ছোটন বলেন, ‘মানুষের জন্যেই মানুষ। অতীতেও মানুষের পাশে সকল প্রয়োজনে ছিলাম। এর প্রতিদান মানুষ দিয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হয়েছি।’

তিনি বলেন, ‘সবার বিপদে-আপদে পাশে রাখার জন্যেই আমাকে কাউন্সিলর নির্বাচিত করেছে। আমার সামর্থ্যের সবটুকু দিয়েই মানুষের পাশে আছি। যতদিন এমন আপদকালীন সময় থাকবে, মানুষের পাশেই থাকবো।’

Live TV

আপনার জন্য প্রস্তাবিত