ঢাকা দক্ষিনের ৭৫টি ওয়ার্ডে আওয়ামী লীগের সহায়তা

1755

Published on মে 19, 2020
  • Details Image

ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত ৭৫টি ওয়ার্ডে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত কর্মহীন অসহায় পরিবারের মাঝে রমজানে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কাজের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (১৬ মে) সকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউ এ বাংলাদেশ আওয়ামী লীগের কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা দক্ষিণের প্রতিটি ওয়ার্ডে এই ত্রাণ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন। সেই সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবু আহমেদ মান্নাফি এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ হুমায়ুন কবির ভিডিও কনফারেন্সে অংশগ্রহণ করেন।

পরে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের পক্ষ থেকে দক্ষিণ সিটির অন্তর্গত ২৩টি ওয়ার্ডে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া হয়। পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ড এভাবে ত্রাণ পৌঁছে দেয়া হবে বলেও জানান আয়োজকরা।

ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সব সময়ই সংকটময় মুহূর্তে জনগণের পাশে থাকে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এই বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস মোকাবেলা করার লক্ষ্যে আমাদের সর্বস্ব দিয়ে দেশ ও জনগণের জন্য কাজ করে যাচ্ছি।

তিনি বলেন, যতদিন না এই বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস মোকাবেলা করে বাংলাদেশে আগের নেয় স্বাভাবিক অবস্থা না ফিরবে ততদিন পর্যন্ত ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত