আগারগাঁওয়ে ১০০০ ছিন্নমূলদের মাঝে যুবলীগের ইফতার বিতরণ

826

Published on মে 19, 2020
  • Details Image

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে করোনার সংকটে দিশেহারা অসহায়, ছিন্নমূল, দরিদ্র, খেটে খাওয়া ১ হাজার মানুষের মাঝে ইফতার বিতরণ করেছেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের উপ দফতর সম্পাদক কামরুজ্জামান কামরুল।

সোমবার আগারগাঁওয়ে স্টক এক্সচেঞ্জ ভবনের সামনের ফুটপাতে (র‌্যাব অফিসের পাশে) অবস্থিত প্রাথমিক বিদ্যালয়ে তিনি ওই ইফতার বিতরণ করেন।

চলমান পবিত্র রমজান মাসেও যাদের একটু ভালভাবে ইফতার করারও সাধ্য নেই তাদের মাঝে খাবার বিতরণ করে মানুষের সেবা করার প্রয়াস নিয়েছেন বলেই জানালেন যুবলীগ নেতা কামরুল।

সোমবার ওই প্রাথমিক বিদ্যালয়ে সামাজিক দূরত্ব মেনে অসহায়, পথচারী, ছিন্নমূল, ভাসমান, ভিক্ষুক, রিকশাচালক, শ্রমজীবী মানুষের মাঝে ওই ইফতার বিতরণ করা হয়। এ সময় যুবলীগ ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন ও সাংগঠিক সম্পাদক শাহাদাৎ হোসেন সেলিমসহ যুবলীগের বিভিন্নস্তরের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। এর আগেও রোজার প্রথম দিন থেকেই প্রতিদিনই রাজধানীতে ইফতার বিতরণ করে যাচ্ছেন যুবলীগ লীগ নেতা কামরুল।

কামরুজ্জামান কামরুল বলেন, একেবারে ব্যক্তিগত উদ্যোগে অসহায় মানুষদের মাঝে ওই ইফতার বিতরণ করছেন তিনি। ছিন্নমূল মানুষেরা যাতে রোজা খুলে একটু ভালমত খেতে পারে এটাই তার এক মাত্র প্রয়াশ বলে জানালেন তিনি। রমজান মাসের প্রথম দিন থেকেই তিনি এই ইফতার ছিন্নমূল ওই মানুষগুলোর মাঝে বিতরণ করছেন বলেও জানালেন তিনি।

সাবেক এই ছাত্রনেতা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ও নির্দেশনা অনুযায়ী আমাদের সংগঠন যুবলীগের পক্ষ থেকে আমাদের মানুষের পাশে দাঁড়ানোর জন্য নির্দেশ দিয়েছে। সেই আহ্বানে সাড়া দিয়ে আমি একেবারে ব্যক্তিগতভাবেই এই উদ্যোগ নিয়েছি। মানুষের কষ্টের কথা চিন্তা করেই নিজের সামর্থ্য অনুযায়ী তাদের ইফতার দেয়ার উদ্যোগ নিই।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত