সারাদেশে অসহায় কৃষকের পাশে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ

3593

Published on মে 8, 2020
  • Details Image

করোনা ভাইরাসের মহামারি ঠেকাতে দেশজুড়ে লকডাউন চলছে। এমন অবস্থায় জমির পেকে যাওয়া ধান কাটা নিয়ে বিপাকে পড়া অসহায় কৃষকের পাশে দাঁড়াতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো নির্দেশ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই নির্দেশ অনুযায়ি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর আহ্বানে সাড়া দিয়ে দেশজুড়ে কৃষকের পাকা ধান কেটে দিয়েছে স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ।

নড়াইলঃ
নড়াইল সদর উপজেলার আউড়িয়া এলাকার কৃষক শৈলেন্দ্রনাথ শীলেনের ৮০ শতক জমির ধান কেটে দিয়েছে জেলা স্বেচ্ছাসেবক লীগ এর ৩০ নেতাকর্মী।

ময়মনসিংহঃ
ময়মনসিংহ সদর উপজেলার চর নিলক্ষীয়া ইউনিয়নের একাধিক কৃষকের জমির ধান কেটে দিয়েছেন জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ দরিদ্র কৃষকের পাকা ধান কেটে পৌছে দিচ্ছে কৃষকের আঙিনায়।

গাজীপুরঃ
গাজিপুর জেলা ও উপজেলায় স্বেচ্ছাসেবকলীগের পক্ষ থেকে অসহায় কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিয়েছে দেয়া হয়েছে।

টাঙ্গাইলঃ
রোজা রেখে নাগরপুর উপজেলার সুদামপাড়ার দরিদ্র বর্গাচাষী মানিক রাজবংশীর ধান কেটে ঘরে তুলে দিয়েছে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ।

পিরোজপুরঃ
পিরোজপুরের মঠবাড়িয়ায় দরিদ্র কৃষক জাহাঙ্গীর এর ১ একর জমির ধান কেটে তার বাসায় পৌছে দেন সেচ্ছাসেবক লীগ নেতা কর্মীরা।

সুনামগঞ্জঃ
সুনামগঞ্জের হাওড়ে অসহায় দরিদ্র কৃষকের কয় এক একর জমির পাকা ধান কেটে মাড়াই করে দিয়েছে জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা

জগন্নাথপুর উপজেলার নাদামপুর গ্রামের ক্যান্সার আক্রান্ত দরিদ্র কৃষক মো. জনাত আলীর এক কেদার জমির ধান স্বেচ্ছাশ্রমে কেটে দিয়েছে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা
জামালগঞ্জ উপজেলার হালির হাওড়ে অসহায় কৃষকদের দুই বিগা ( ৬০ শতক) জমির ধান কেটে দিয়েছে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ
পাবনাঃ
পাবনার অসহায় দরিদ্র কৃষকের পাকা ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিচ্ছে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।

সাতক্ষীরাঃ
সাতক্ষীরা শহরের খড়িবিলা এলাকায় কৃষক হযরত আলীর জমির ধান কেটে তার বাড়িতে পৌছে দেয় জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতৃবৃন্দ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত