সিলেটে ২০০ পরিবারে ত্রাণ সামগ্রী বিতরণ

2070

Published on মে 7, 2020
  • Details Image

সিলেট নগরীর পীর মহল্লা এলাকায় দুইশ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সিলেট চেম্বারের প্রাক্তন প্রশাসক আসাদ উদ্দিন আহমদ।

বুধবার বিকালে তিনি নিজহাতে করোনা ভাইরাসের সংকটকালীন এই সময়ে অসহায় ও কর্মহীন হয়ে পড়া পরিবারগুলোতে এসব খাদ্যসামগ্রী পৌছে দেন।

এ ব্যপারে আসাদ উদ্দিন আহমদ বলেন, গত কয়েকদিন ধরে পীর মহল্লা এলাকায় বেশকিছু মানুষ ব্যাক্তিগতভাবে আমার সাথে যোগাযোগ করে খাদ্য সংকটের কথা জানিয়েছেন। এদের মধ্যে অনেকেই মধ্যবিত্ত যারা বাইরে এসে লাইন ধরে খাদ্যসামগ্রী নেবেন না। তাদের কথা চিন্তা করে আমি ব্যাক্তিগতভাবে এই উদ্যোগ নিয়েছি এবং কোন আয়োজন করে নয় মানুষের ঘরে ঘরে সাধ্যমত খাদ্যসামগ্রী পৌছে দিয়েছি।

উল্লেখ্য, দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর থেকেই মানুষের পাশে দাড়িয়েছেন মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ। কয়েক দফায় খাদ্যসামগ্রী বিতরণের পাশাপাশি সিলেট নগরবাসীর চিকিৎসা সহায়তায় ১০ জন চিকিৎসকের সমন্বয়ে বিনামূল্যে টেলিমেডিসিন সেবা কার্যক্রম ও চালিয়ে যাচ্ছেন তিনি।

 

Live TV

আপনার জন্য প্রস্তাবিত