পিরোজপুরে ১৫ হাজার পরিবারে ত্রাণ বিতরণ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

2399

Published on এপ্রিল 26, 2020
  • Details Image
  • Details Image

কেউ না খেয়ে থাকলে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমও খাবেন না বলে ওয়াদা করেছেন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব কর্মহীন অসহায়দের খাদ্য পৌঁছে দেওয়ার বিষয় নিশ্চিত করতে সচেষ্ট আছেন। আমি তার একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমার নির্বাচনী এলাকার তিনটি উপজেলার (নাজিরপুর, পিরোজপুর, নেছারাবাদ) একজন লোকও না খেয়ে থাকলে আমি আপনাদের রেজাউল করিম হিসেবে ওয়াদা করে গেলাম আমিও খাবো না।

শনিবার বিকেলে জেলার নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের মাহামুদ কান্দায় নিজস্ব অর্থায়নে কর্মহীন অসহায়দের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।

এর আগে, দুপুরে মন্ত্রী নিজস্ব অর্থায়নে রমজান মাস এবং করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া পিরোজপুর-১ (নাজিরপুর, নেছারাবাদ, পিরোজপুর সদর) আসনের ১৫ হাজার পরিবারের মধ্যে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেন।

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কার্যক্রমের উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন-জেলা প্রশাসক আবু আলী সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান খান তালুকদার এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদার প্রমুখ।

এ সময়ে মন্ত্রী পিরোজপুরে করোনা রোগী ও চিকিৎসকদের সেবা দানের কাজে ব্যবহারের জন্য জেলা সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকির হাতে একটি অত্যাধুনিকসহ পাঁচটি নতুন অ্যাম্বুলেন্স গাড়ির চাবি হস্তান্তর করেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত