দরিদ্রদের সেবায় জয়পুরহাটের প্রতি ইউনিয়নে চিকিৎসক দলের উদ্যোগ

1910

Published on এপ্রিল 22, 2020
  • Details Image

করোনাভাইরাস আতঙ্কে চিকিৎসা না পেয়ে মানুষ যখন দিশাহারা, ঠিক তখন গ্রামের দরিদ্র মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছেন জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন। তাঁর সহযোগিতায় জেলা স্বাস্থ্য বিভাগ তিনটি মেডিক্যাল দল গঠন করে চিকিৎসাসেবা দিচ্ছে জেলার ৩২টি ইউনিয়নে। করোনার সংকটময় মুহূর্তে ইউনিয়নে ইউনিয়নে বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে গঠন করা মেডিক্যাল দলের চিকিৎসাসেবা পেয়ে খুশি এলাকার দরিদ্র মানুষ।

জানা গেছে, প্রতিদিন জেলার তিনটি করে ইউনিয়নে সকাল ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত সব ধরনের রোগীর চিকিৎসা পরামর্শ দিচ্ছে এই মেডিক্যাল টিম। তাদের সার্বিক সহযোগিতা করছেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যসহ দলের নেতা-কর্মীরা। ইউনিয়নে বসে এমবিবিএস চিকিৎসকের চিকিৎসা পেয়ে খুশি গ্রামের মানুষ।

জেলার ক্ষেতলাল ও কালাই উপজেলার মামুদপুর, বড়তারা, মাত্রাই, পুনট ও জিন্দারপুর ইউনিয়নে মেডিক্যাল টিমের চিকিৎসা চলাকালীন সময় খোঁজ নিয়ে জানা গেছে, গত তিন দিনে ওই সব এলাকায় প্রায় এক হাজার রোগী চিকিৎসা নিয়েছেন। করোনা সংক্রমণ রোধে সরকারি বিধিনিষেধ আরোপের পর থেকে জেলার হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা প্রায় বন্ধ হয়ে যায়। এ অবস্থায় ইউনিয়নে চিকিৎসাসেবা পাওয়ার খবর পেয়ে মানুষ ভিড় করে চিকিৎসকদের কাছে।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত