গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

2428

Published on ফেব্রুয়ারি 19, 2020
  • Details Image

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১২ ফেব্রুয়ারি বুধবার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বসন্তের কোকিলরা আওয়ামী লীগের নেতা হতে পারবেন না। আওয়ামী লীগে সুবিধাবাদীর কোন স্থান নেই। মুজিববর্ষে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরগাছামুক্ত আওয়ামী লীগ করতে চাই। অন্ধকারের অপশক্তি আর দেখতে চাই না। সাম্প্রদায়িকতাকে উৎপাটিত করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চাই। মুক্তি-বিরোধী কোন অপশক্তিকে আর বাংলার মাটিতে ক্ষমতায় আসতে দেব না।

দেশের নানা সফলতার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, মেধা, ত্যাগ ও সততার প্রতীক হলেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর পর সবচেয়ে জনপ্রিয় নেতা হলেন শেখ হাসিনা। মহান আল্লাহ মুজিবকে সৃষ্টি করেছিলেন স্বাধীনতার জন্য, আর শেখ হাসিনাকে সৃষ্টি করেছেন এ জাতির অর্থনৈতিক মুক্তির জন্য। গত ৪৪ বছরে সবচেয়ে সাহসী ও সৎ নেতা, দক্ষ প্রশাসক এবং সফল কূটনীতিক হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সাহসিকতা ও সততার জন্য সারা বিশ্ব তাকে সম্মান করে।

পজিটিভ পলিটিক্স করার আহ্বান জানিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আওয়ামী লীগের নেতা হবে তারা; যারা আওয়ামী লীগের দুঃসময়ে ছিল। ঘরের মধ্যে ঘর করবেন না। ত্যাগী কর্মীদের কোণঠাসা করবেন না। ত্যাগী নেতাদের বাদ দিয়ে পকেট কমিটি করলে আওয়ামী কোণঠাসা হয়ে পড়বে। এ সময় তিনি নেতাকর্মীদের বঙ্গবন্ধুর আত্মজীবনী ও কারাগারের রোজনামচা পড়ার আহ্বান জানিয়ে বলেন, বইটি কিনে বালিশের তলায় রেখে দেবেন না, পড়াশুনা করে রাজনীতি করতে হবে।

এ সময় ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি হলো বাংলাদেশের এখন নালিশ পার্টি। স্বাধীনতাবিরোধী বিএনপি নেতারা নির্বাচনে ব্যর্থ হয়ে, আন্দোলনে ব্যর্থ হয়ে এখন বিদেশীদের কাছে নালিশ করছে। এসব করে বিএনপি এখন বাংলাদেশকে ছোট করছে। তাদের ডাকে এখন আর কেউ সাড়া দেয় না। বিএনপির আন্দোলনের মরা গাঙ্গে এখন আর জোয়ার আসে না। তাই হতাশায় মির্জা ফখরুল এখন আবোল-তাবোল বলছে।

কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাডভোকেট সুভাস চন্দ্র জয়ধরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগ সভাপতি এমদাদুল হক চৌধুরী। সম্মেলনে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ, শেখ হেলাল উদ্দিন এমপি, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ধর্ম-প্রতিমন্ত্রী এ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ, শেখ সালাহউদ্দিন জুয়েল এমপি, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি ও এস এম কামাল হোসেন, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, কোটালীপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান হাওলাদার, পৌর-মেয়র এস এম কামাল, প্রমুখ।

মধ্যাহ্নভোজের পর বিকেলে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ভবেন্দ্রনাথ বিশ্বাসকে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মোঃ আয়নাল হোসেন শেখকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত