চারদিকে ষড়যন্ত্রের গন্ধ

12940

Published on সেপ্টেম্বর 9, 2018
  • Details Image

মেজর জেনারেল এ কে মোহাম্মদ আলী শিকদার (অব.):

রাজনীতি বাংলাদেশের মানুষের কাছে খুবই মুখরোচক বিষয়। তার সঙ্গে নতুন কিছু বা চমকপ্রদ বিষয়-আশয় থাকলে তা নিয়ে সংগত কারণেই মানুষের আগ্রহ বেড়ে যায়। তাছাড়া জাতীয় নির্বাচন একেবারে দোরগোড়ায়। এর মধ্যে গত ২৮ আগস্ট একটি খবর বেরিয়েছে, যার বিস্তারিত পত্রিকায় ছাপা হয়েছে ২৯ আগস্ট। তাতে দেখা যায়, ডা. বদরুদ্দোজা চৌধুরী ও ড. কামাল হোসেন একজোট হয়ে ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে নির্বাচনী লড়াইয়ে নামার ঘোষণা দিয়েছেন। ডা. চৌধুরীর সঙ্গে আ স ম আবদুর রব ও মাহমুদুর রহমান মান্নাও রয়েছেন। এর মধ্যে ডা. জাফরুল্লাহ চৌধুরীর সরব উপস্থিতি দেখে অনেকেই মনে করছেন এই জোট শেষমেশ বিএনপির ‘বি’ টিম হবে। তাঁদের ট্র্যাক রেকর্ড সবার এক না হলেও কতগুলো বিষয় কমন। এরই মধ্যে সবাই রাজনীতিতে বহু ঘাটের পানি ঘোলা করেছেন। মূল স্রোতের রাজনৈতিক দুটি দল থেকে ছিটকে পড়েছেন এবং প্রত্যেকেই ব্যক্তিগতভাবে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি দারুণ খ্যাপা। নির্বাচন এলে জোট, পাতিজোট, লেজুড়জোট, ডামিজোট গঠনের ঘটনা বাংলাদেশের রাজনীতিতে নতুন কিছু নয়, চমকপ্রদও নয়। এক ব্যক্তি—এক দল। এদেরও নির্বাচন এলে কদর বেড়ে যায়, যদি ক্যামেরার আলো একটু ঘনঘন পড়ে। মূল উদ্দেশ্যের সঙ্গে বাণিজ্যের বিষয়টিও চ্যানেলের জন্য এখন গুরুত্বপূণর্, তাই এ রকম সুযোগ পেতে তাদের তেমন বেগ পেতে হয় না। জনগণ এদের বিপ্লবী কথাবার্তা উপভোগ করলেও সঠিক সময়ে চিনতে কখনো ভুল করে না। নোবেলজয়ী ড. ইউনূস ২০০৭-২০০৮ সময়ে জরুরি আইনের ঠাণ্ডা-শীতল ছায়ার নিচে দাঁড়িয়ে রাজনীতিতে যখন নামলেন, তখন টেলিভিশন চ্যানেলগুলো তাঁর ওপর ঝাঁপিয়ে পড়েছিল। সেটা বাংলাদেশের মানুষের জন্য সত্যিই চমকপ্রদ ছিল। কারণ রেকর্ড ঘেঁটে দেখা যায়, বিশ্বে এ পর্যন্ত যাঁরা শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন তাঁদের মধ্যে রাজনীতিতে ট্র্যাক রেকর্ডহীন কেউই পুরস্কার পাওয়ার সঙ্গে সঙ্গে সক্রিয় রাজনীতিতে নেমে পড়েননি, যেমনটি করেছেন ড. ইউনূস। তখন ড. ইউনূস বলেছিলেন, সারা দেশের ১৬ কোটি মানুষের কাছ থেকে ভীষণ সাড়া পাচ্ছেন, এবার তিনি বাংলাদেশ ঠিক করে ফেলবেন। কিন্তু কয়েক দিন পর দেখা গেল তিনি আর নেই। কেন নেই, সে রহস্যের কথা আজও জানা যায়নি। গল্প সৃষ্টিতে অনবদ্য বাংলাদেশের গ্রাম-মহল্লার চায়ের দোকানের খবর, আন্তর্জাতিক অঙ্গনে ধন্য হওয়া থেকে শুরু করে বাংলাদেশের ক্ষমতায় গণ্য হওয়ার প্রক্রিয়ায় নাকি ড. ইউনূসের মাথায় ছিল বৈশ্বিক পরাশক্তির অশেষ আশীর্বাদ।

উন্নয়নশীল দেশের এ রকম মানুষের মাথার ওপর পরাশক্তি আশীর্বাদের হাত কেন রাখে তার বিস্তারিত বিবরণ যদি কেউ জানতে চান, তাহলে আমেরিকান লেখক জন পারকিনসের লেখা কনফেশনস অব অ্যান ইকোনমিক হিটম্যান গ্রন্থখানি তাঁরা পড়ে দেখতে পারেন। সেবার স্বল্প দিনের মধ্যে বাংলাদেশের সেয়ানা জনগণ ড. ইউনূস প্রজেক্টের গোপন রহস্য জেনে যাওয়ায় সব পণ্ড হয়ে যায় বলে চায়ের দোকানের গল্পের বরাতে জানা যায়। এবারও শোনা যাচ্ছে, আলোচ্য জোটের পেছনের শক্তি নাকি ড. ইউনূস। তিনি তাঁদের জন্য বিদেশি সংযোগ ও নেটওয়ার্ক শক্তিশালী করার কাজ করছেন। পরাশক্তির আশীর্বাদও নাকি তিনি জোগাড়ের চেষ্টায় আছেন। আলোচ্য জোটের মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ডাক্তার বদরুদ্দোজা চৌধুরী। তিনি দীর্ঘদিন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিলেন, রাষ্ট্রের শীর্ষ পদেও ছিলেন। অন্যরাও বহুদিন রাজনীতিতে আছেন। কে কী করেছেন, কার কী অবদান সেই আমলনামা জনগণের সামনে রয়েছে। বাংলায় প্রবাদ আছে—বৃক্ষ তোমার নাম কী ফলে পরিচয়। ডা. বদরুদ্দোজা চৌধুরী একজন সফল বিশেষজ্ঞ চিকিৎসক। এখন বয়োবৃদ্ধ। রাজনীতিতে শিখরে উঠেছিলেন। তারপর নিজের তৈরি দল ও শিষ্যদের দ্বারা চরমভাবে অপমানিত হয়েছেন।

ফ্রাংকেনস্টাইনরা সব সময় জনককেই গিলে খায়। তখন বি চৌধুরী বিএনপি সম্পর্কে বলেছিলেন, ‘দুর্নীতি, সন্ত্রাস আর অপকর্মের কারণে কেউ আবার বিএনপিকে ভোট দিতে চাইলে তা হবে আত্মহত্যার শামিল। পাঁচ বছরে খালেদা জিয়া ও তাঁর পুত্র দেশটাকে শেষ করেছেন। এখন আবার নতুন কি দেখে বিএনপির বারান্দায় ঘুরছেন বা বিএনপির ‘বি’ টিম হিসেবে মাঠে নামছেন, তা শুধু তিনিই জানেন। তবে আগের ট্র্যাক রেকর্ডের দিকে তাকালে কিছুটা অনুমান করা যায় কার শিকড় কোথায়। মুক্তিযুদ্ধের আদর্শ ও চিন্তাচেতনা বলতে যা বোঝায় তার সব শব্দ, বাক্য ও অনুচ্ছেদ সামরিক আদেশ বলে যে সামরিক শাসক বাতিল করে দিলেন, তাঁরই একান্ত সহযোগী ও প্রধান পরামর্শক হওয়ার জন্য এগিয়ে গেলেন ডা. বি চৌধুরী। তিনি বিএনপির মহাসচিব, আর তখন বিএনপি সরকারের প্রধানমন্ত্রী হলেন রাজাকার শিরোমণি শাহ আজিজুর রহমান এবং মন্ত্রী হলেন যুদ্ধাপরাধী আবদুল আলীম ও মাওলানা আবদুল মান্নান। বাংলাদেশ ও বাঙালি জাতিকে এত বড় অপমানের মধ্যে ফেলার অংশীদারির দায় থেকে তিনি কিভাবে নিষ্কৃতি পাবেন। গোলাম আযম পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার আন্দোলন জারি রেখে যখন পাকিস্তানি পাসপোর্ট নিয়ে বাংলাদেশে এলেন, তখন তো তিনি ক্ষমতার কেন্দ্রবিন্দুতে। অশীতিপর বয়সে গণতন্ত্র উদ্ধারের জন্য মাঠে নেমেছেন। কিন্তু জিয়াউর রহমান যখন গণতন্ত্রের রক্ষাকবচ ধর্মনিরপেক্ষতাকে সংবিধান থেকে বাতিল করে গণতন্ত্রের কবর রচনা করলেন, তখন নিশ্চুপ রইলেন। ২০০১ সালের নির্বাচনে জয়ী হওয়ার অব্যবহিত পর বিএনপি-জামায়াতের ক্যাডার বাহিনী দেশব্যাপী সংখ্যালঘুদের ওপর যে সীমাহীন নির্যাতন, ধ্বংসযজ্ঞ ও গণহত্যা চালাল, সে সময় সিনিয়র মন্ত্রী ও দলের সিনিয়র নেতা হিসেবে এ দায় থেকে ডা. বি চৌধুরী কী করে মুক্তি পাবেন।

ড. কামাল হোসেন মুক্তিযুদ্ধের আদর্শ, চেতনা এবং বঙ্গবন্ধুর কথা সব সময় বলেন। এ কথাও সঠিক, তিনি বঙ্গবন্ধুর খুবই স্নেহভাজন ছিলেন। কিন্তু এত সব ভালো কথার সব কিছুই তো রহস্যে ঘেরা। সব সুযোগ থাকা সত্ত্বেও একাত্তরের মুক্তিযুদ্ধে কেন তিনি সক্রিয়ভাবে অংশ নিলেন না, তা কেউ জানে না। তাঁর দুই সঙ্গী তাজউদ্দীন আহমদ ও ব্যারিস্টার আমীর-উল ইসলাম ভারতে গেলেও তিনি গেলেন না। ওই সময়ে পশ্চিম পাকিস্তানে কিভাবে গেলেন, ৯ মাস কোথায় ছিলেন সে সম্পর্কে নিজে কখনো খোলাসা করে কিছু বলেন না। ১৯৭৫ সালে তিনি বঙ্গবন্ধু সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। বঙ্গবন্ধু হত্যায় যে বৃহৎ ষড়যন্ত্র হয় তার মূল পরিকল্পনা হয় বিদেশের মাটিতে। কোন কোন রাষ্ট্র এর সঙ্গে জড়িত ছিল তা মানুষ তখন না জানলেও এখন তো সবাই জানে। বাংলাদেশের বিরুদ্ধে বিদেশে ষড়যন্ত্র হচ্ছে, তিনি পররাষ্ট্রমন্ত্রী হয়েও তার কিছুই জানলেন না। অথচ দেখা গেল বঙ্গবন্ধু হত্যার মাত্র কয়েক দিন আগে তিনি বিদেশে চলে গেলেন। সব কিছুই আমরা কাকতালীয় বলে মেনে নিয়েছি। সন্ত্রাসী ও দুর্বৃত্তদের রাজনৈতিক দলে স্থান দেওয়া উচিত নয়, এ কথাটি তিনি প্রায়ই বলেন। অথচ নিজ দলের একনিষ্ঠ কর্মীকে হত্যার অভিযোগে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত পুরান ঢাকার এক নেতাকে তিনি তাঁর দলের মহাসচিব বানালেন। ২০০১ সালে নির্বাচনে জিতে বিএনপি জামায়াতকে নিয়ে সরকার গঠন করে। আনন্দচিত্তে ড. কামাল হোসেন ওই সরকারকে স্বাগত জানালেন। এর প্রমাণ পাওয়া যায় যখন দেখা যায়, ওই বছর রোজার ইফতার অনুষ্ঠানের হেড টেবিলে যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর একেবারে পাশের চেয়ারে বসে আছেন ড. কামাল হোসেন। ড. কামাল হোসেন ও যুদ্ধাপরাধী নিজামী পাশাপাশি বসা।

জোটের আরেক নেতা আ স ম আবদুর রব ১৯৭১ সালের ২ মার্চ বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের কৃতিত্বে সমৃদ্ধ একজন মানুষ। এটাই তাঁর একমাত্র সম্বল। স্বাধীনতাপ্রাপ্তির উষালগ্নে, রাষ্ট্রের ভিত্তি শক্তিশালী হওয়ার আগেই জাসদ থেকে গণবাহিনী গঠন, থানা লুট, অস্ত্র লুট, পাটের গুদামে আগুন ইত্যাদির মাধ্যমে অরাজকতা, অস্থিরতা সৃষ্টি করে বঙ্গবন্ধু হত্যার পটভূমি তো জাসদই তৈরি করল। বাংলাদেশের উত্থান-পতনের রাজনীতির দর্শক মাত্রেই জানেন, ওই সময়ে একটা যুদ্ধবিধ্বস্ত দেশে জাসদের উগ্রপন্থার ধ্বংসাত্মক রাজনীতিই বঙ্গবন্ধু হত্যা এবং দীর্ঘ সামরিক স্বৈরশাসনের ক্ষেত্র তৈরিতে সহায়ক ভূমিকা পালন করে। মাহমুদুর রহমান মান্না বহু ঘাটের জল মাড়িয়ে এখন সদ্য ঘোষিত জোটের অন্যতম নেতা। আওয়ামী লীগের মতো দল থেকে দুইবার নমিনেশন পেয়েও কিছু করতে পারেননি। ব্যর্থ ও পরাজিত হয়েছেন, মানুষের গ্রহণযোগ্যতা পাননি। সবাই জানে, ২০০৭-২০০৮ সময়ের জরুরি আইনের সেই সরকার বিরাজনৈতিকীকরণের মিশন নিয়ে মাঠে নেমেছিল। শোনা যায়, ওই বিরাজনৈতিকীকরণের প্রচেষ্টার সঙ্গে জড়িত থাকায় মান্না আওয়ামী লীগ থেকে ছিটকে পড়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাশ ফেলে দিয়ে এবং সামরিক অভ্যুত্থান ঘটিয়ে বর্তমান সরকারকে উৎখাত করার কথোপকথনের কিছু টেপ সংবাদমাধ্যমে প্রকাশ পায় এবং সেই অভিযোগে গ্রেপ্তার হয়ে মাহমুদুর রহমান মান্না কয়েক মাস জেলেও ছিলেন। জোটভুক্ত প্রত্যেকের রাজনৈতিক লিগেসি ও রেকর্ড পর্যালোচনা ও বিশ্লেষণ করলে স্পষ্ট বোঝা যায়, জনগণের সঙ্গে তাঁদের সম্পর্ক নেই, সংযোগ, সমর্থন কোনোটাই নেই। তাই নির্বাচনের আর মাত্র চার মাস বাকি, এর মধ্যে সব গুছিয়ে একেবারে বাজিমাত করে ফেলবেন এমনটা বোধ হয় শিশু ও পাগলেও বিশ্বাস করে না। তাঁদের হয় বিএনপির পলাতক নেতা তারেক রহমানের লেজুড়বৃত্তি করতে হবে, আর নয়তো ক্ষমতার সিঁড়ি খোঁজার জন্য অন্ধকার গলিতে হাঁটতে হবে। ঢাকা শহরের অলিগলিতে কান পাতলেই আজকাল বহু রকমের আওয়াজ শুনতে পাওয়া যায়।

এর মধ্যে ২৯ আগস্ট একটি প্রধান পত্রিকার প্রথম পৃষ্ঠার একটি গুরুত্বপূর্ণ খবর হলো, ‘সিঙ্গাপুরে বিএনপি-আইএসআই (পাকিস্তানের গোয়েন্দা সংস্থা) সরকার হটানোর ষড়যন্ত্রে আওয়ামী লীগের সিনিয়র নেতাদের হত্যার পরিকল্পনা’। দুই-তিন দিন আগে বিশাল এক বেনামি প্রচারপত্র আমার হাতে এসেছে। তাতে প্রচারকচক্র আহ্বান জানাচ্ছে এই বলে যে ‘রাজনীতিবিদরা দেশকে ধ্বংস করে ফেলেছে, এখনই জাতীয় সরকার গঠন করা উচিত।’ অর্থাৎ ১/১১-এর পদধ্বনি। সরকারের বিরুদ্ধে দেশে-বিদেশে সমন্বিতভাবে কত বিশাল আকারে প্রপাগান্ডা শুরু হয়েছে, তার নমুনা পাওয়া গেছে চাকরিতে কোটাবিরোধী আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলনের সময়, যা এখনো অব্যাহত আছে। সরকার উৎখাতের উসকানিদাতাদের মধ্যে একজনের গ্রেপ্তারকে কেন্দ্র করে সারা বিশ্ব থেকে তাঁর পক্ষে বিবৃতি আদায়ের হিড়িক দেখলেই বোঝা যায়, তাঁদের প্রপাগান্ডা নেটওয়ার্ক কত শক্তিশালী। এর বিপরীতে মুক্তিযুদ্ধের পক্ষের প্রপাগান্ডা ও কাউন্টার প্রপাগান্ডার কিছু চোখে পড়ছে না। এই দায়িত্বে যাঁরা আছেন তাঁদের মনে কী আছে তা-ই বা বলি কী করে। চারদিকে শুধুই ষড়যন্ত্রের গন্ধ।

লেখক : কলামিস্ট ও নিরাপত্তা বিশ্লেষক

Live TV

আপনার জন্য প্রস্তাবিত